সাতক্ষীরা

সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত

By Daily Satkhira

January 18, 2018

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনর ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সভাপতি আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, আলহাজ¦ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ কাজী সিরাজুল হক, সদস্য কাজী আমিরুল হক আহাদ, আলহাজ্ব কাজী মনিরুজ্জামান মুকুল, আলহাজ্ব আব্দুস সাত্তার, মো. গোলাম মোস্তফা, আলহাজ্ব এড. মোনায়েম খান চৌধুরী, আলহাজ¦ মো. নজরুল ইসলাম, সেলিম রহমান, আমজাদ ঢালী, নলতা কেন্দ্রীয় মিশনের ডা. মো. নজরুল ইসলাম, মো. আব্দুর রহমান ও আহছানিয়া মাল্টি কমপ্লেক্স এর ত্বাবধায়ক আবু সোয়েব এ্যাবেল প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া। আলোচনা সভায় আহছানিয়া মিশন মাল্টি কমপ্লেক্স ভবনের দোকান ঘর বরাদ্দের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন একটি ধর্মীয় প্রতিষ্ঠান। খানবাহাদুর আহ্ছানউল্লা রহ. এরঁ প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানের উদ্দেশ্য ¯্রষ্টার ইবাদত ও সৃষ্টের সেবা করা। প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে দোকান ঘর বরাদ্দ দেওয়া হবে। এ প্রতিষ্ঠানের ভাবমূতি ক্ষুণ্ন হোক এমন কিছু করা যাবেনা। সকলকে ঐক্যবদ্ধভাবে মিশনের কল্যানে কাজ করার আহবান জানান তিনি এবং আহছানিয়া মিশন এর সমৃদ্ধি কামনা করেন।