ফিচার

শিক্ষার প্রসার ও মান উন্নয়নে সরকার ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে- আসাদুজ্জামান বাবু

By Daily Satkhira

January 18, 2018

মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা সদরের ১৩ নং লাবসা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনিরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের এস.এস.সি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, ‘শিক্ষার প্রসারে ও মান উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বিশে^র কোন দেশে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেয়। এটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, জনতা ব্যাংকের ব্যবস্থাপক বেনজির আহম্মেদ, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এপিপি এড. মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ, সদর উপজেলা আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, লাবসা ইউনয়নের প্যানেল চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া বাবু ও ইউপি সদস্য মনিরুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবিদার রহমান, রহমত আলী, আশরাফ আলী, ইদ্রিস আলী, তৌহিদুজ্জামান তোতা ও আব্দুল আলিমসহ শিক্ষক/শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে এস.এস.সি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মহাসিনুল হাবীব মিন্টু।