পাটকেলঘাটা প্রতিনিধি: দলুয়া নদীতে কম্বিং অপারেশনের মাধ্যমে নেটপাটা অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার ১৮ জানুয়ারি সকালে তালা উপজেলা সিনিয়ার মৎস কর্মকর্তা মোঃ হাদিউজ্জামানের নেতৃত্বে দলুয়া নদীতে মাদরা ব্রীজ হতে দলুয়া ব্রীজ এর মধ্যে নদীতে বসানো নেটপাটা আংশিক অপসারণ করা হয়েছে। অপসারণ কালে খলিষখালী পুলিশ ক্যাম্পের আই সি নিখিল চন্দ্র বিশ্বাস, উপজেলা মৎস সহকারী নির্ন্মল কুমার ঘোষ, খলিষখালী পুলিশ ক্যাম্পের ৬ জন সদস্য উপজেলা মৎস কর্মকর্তার সঙ্গে ছিলেন। এ অপারেশন কে নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নদীতে মৎস আহরণকারী কিছু মৎসজীবি নাম না প্রকাশের শর্তে জানান এখন শুস্ক মরশুম নদীতে পানিরছিটা তেমন চাপনেই এমনিতেই কয়দিন পরে নদীতে পানি শুকিয়ে যাবে যেটা কয়েক বছর ধরে হয়ে আসছে, সেখানে আমরা গরিব মৎসজীবি বর্তমান সময়ে আমাদের নুন আনতে পানতি ফুরাচ্ছে নদীতে মাছ ধরে যায় ককেজি চাউলের টাকা যোগাড় করছিলাম সেটাও গেল। বৃষ্টির সময়কালে পানি বাধাপ্রাপ্ত হবার সমস্যা থাকে এখনতো সেটা প্রশ্নই আসে না, তাহলে আমাদের মত গরীব মানুষের কথা কেন একটু ভাবা হলোনা, আমরাতো আমাদের শেখ হাসিনা মাকে ভোট দেই।