ফিচার

জামাতপন্থী সংস্থা স্টাফকে ৭ দিনের মধ্যে ছাত্র-ছাত্রীদের অর্থ ফেরতের নির্দেশ

By Daily Satkhira

January 19, 2018

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীর নিকট থেকে জামায়াতপন্থী সংস্থা স্টাফ এর কথিত বৃত্তি বাণিজ্যের নামে আদায়কৃত মাথাপিছু ১৫০ টাকা ৭দিনের মধ্যে ফেরতের নির্দেশ দিয়েছে সমাজসেবা কর্তৃপক্ষ। মহাপরিচালকের টেলিফোনিক নির্দেশনা পেয়ে সাতক্ষীরা জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক স্টাফ কর্তৃপক্ষকে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে আদায়কৃত টাকা ৭ কর্মদিবসের মধ্যে ফেরত দিয়ে তা সমাজসেবা কর্তৃপক্ষকে নিশ্চিত করার জন্য চিঠি দিয়েছে বলে জানা গেছে। গত ১৫ জানুয়ারি ২০১৮ তারিখে ৪১.০১.৮৭০০.০০০.২৭.০০৬.১২ নং স্মারকে সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক এ নির্দেশ দেন। জানা গেছে, জামায়াত-শিবির পন্থী স্বাধীনতার চেতনাবিরোধী বৃদ্ধিজীবীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা স্টাফ এর কার্যক্রম ম একাধিক অভিযোগে গত ১৩ আগস্ট’১৭ তারিখে ০৩.০৭৯.০১৬.০৪.০০১২.০২০১৬-৮৪৪(৩) নং স্মারকে সমাজকল্যাণ মন্ত্রণালয় স্থগিত করার নির্দেশ প্রদান করা হয়। এর প্রেক্ষিতে গত ৭ ডিসেম্বর’১৭ তারিখে ৪১.০১.৮৭০০.০০০.২৭.০০৬.১২ নং স্মারকে সাতক্ষীরা সমাজসেবা অফিসার তাদের সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দেন। কিন্তু তারপরও কথিত বৃত্তি পরীক্ষা আয়োজনের নামে সংস্থাটি শিক্ষার্থী প্রতি ১৫০ টাকা করে নিবন্ধন এবং আরও ৫০টাকা করে সিলেবাস ও প্রসপেক্টাস বাবদ আদায় করে। এদিকে তাদের এই বৃত্তিনামক শিক্ষা বাণিজ্যে অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করে জেলার প্রায় কয়েক হাজার শিক্ষার্থী। মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পরও স্টাফ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত অর্থ ফেরত না দিয়ে পরীক্ষা নেওয়ার কৌশল আটতে থাকে। একপর্যায়ে স্টাফ অত্যন্ত সুকৌশলে গত ১৩ জানুয়ারি সকাল থেকে আশাশুনি উপজেলার প্রতিটি ইউনিয়নে গোপনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা থাকার পরও তাদের এ আয়োজনে প্রশাসন কোন প্রকার বাধা দেয়নি বা তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি।