সাতক্ষীরা

মেলার নামে চলা অবৈধ লটারির টিকিট বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে তিন জনের কারাদণ্ড

By daily satkhira

November 01, 2016

নিজস্ব প্রতিবেদক: অনুমতিবিহীন টিকিট বিক্রির সময় তিন বিক্রেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ১২টা থেকে একটার মধ্যে তাদেরকে সাতক্ষীরা শহরের পাকাপোল ও শহরতলীর কদমতলা বাজার থেকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মথুরাপুর গ্রামের জমিরউদ্দিনের ছেলে তুহিন হোসেন (৩৫), জয়পুর জেলা সদরের কড়–ই গ্রামের একরামুল্লার ছেলে রাশেদুল ইসলাম রাজু (৩০) ও সাতক্ষীরা সদরের বদ্দিপুর কলোনীর নবাব আলীর ছেলে মোঃ আমিরউদ্দিন (২৫)। সাতক্ষীরা শহরের সচেতন নাগরিকরা জানান, রাজারবাগান সরকারি কলেজ মাঠে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আবেদন ও জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে গত ১৪ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত গ্রামীন হস্তশিল্প মেলা ও ঈদ আনন্দ মেলা পরিচালিত হয়। নামে মেলা হলেও দু’টি পোশাকের স্টল বসিয়ে তাতে বেআইনিভাবে সবুজ বাংলা লটারী ও হাউজি নামে জুয়া খেলা পরিচালিত হয়। সবুজ বাংলার র‌্যাফেল ড্রটি ফলাও করে স্যাটেলাইট টেলিভিশন সাতক্ষীরা ভিশনে দেখানো হয়। প্রতিদিন দেড় লাখেরও বেশি ২০ টাকা দামের টিকিট বিক্রি হতো। একপর্যায়ে নতুনভাবে কোন সময় না বাড়িয়ে ২৮ অক্টোবর মেলা শেষ করে দেওয়ার জন্য আয়োজক কমিটিকে নির্দেশ দেন জেলা প্রশাসক। এরপরও ২৯ অক্টোবর লটারী টিকিট বিক্রি শেষে রাতে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হলেও অধিকাংশ পুরষ্কার বিজয়ীদের বঞ্চিত করে গভীর রাতে সবুজ  বাংলা লটারী কর্তৃপক্ষ পালিয়ে যায়। এদিকে মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় শহরের পাকাপোলে মোটর চালিত ভ্যানের উপর ২০ টাকা করে সবুজ বাংলা টিকিট বিক্রির সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোশাররফ হোসেন বেশ কিছু টিকিটসহ তুহিন নামের এক বিক্রেতাকে আটক করেন। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করিয়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইভাবে দুপুর একটার দিকে শহরতলীর কদমতলা বাজারে লটারী টিকিট বিক্রির সময় রাজু ও অমিরউদ্দিন নামের দু’ বিক্রেতাকে আটক করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিবি খাদিজা। তাদেরকে ভাম্যমান আদালতে হাজির করিয়ে প্রত্যেককে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।  জেলা প্রশাসনের এ অভিযানের খবর পেয়ে অন্যান্য লটারী টিকিট বিত্রেতারা কৌশলে আত্মগোপন করে। এ ব্যাপারে জানতে চাইলে সবুজ বাংলা লটারীর পরিচালক আজিজ আহম্মেদ সোহেলের সঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন জানান, জেলা প্রশাসনকে চ্য্যালেঞ্জ করে সবুজ বাংলা লটারী টিকিট বিক্রি করছে মর্মে তিনি খবর পান। এরই ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২টা থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর মাধ্যমে ভ্রাম্যমান আদ্লত পরিচালনার নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ি তিনজন লটারী টিকিট বিক্রেতাকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। জেলায় জুয়ার নামে সবুজ বাংলা লটারীসহ সকল লটারী বন্ধ করার জন্য তিনি সাংবাদিকদের পাশে থাকার আহবান জানান।