খেলা

কিউয়িদের কাছে হোয়াইটওয়াশ পাকিস্তান

By Daily Satkhira

January 19, 2018

নিউজিল্যান্ডে গিয়ে ধরাশায়ী পাকিস্তান। ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ (৫-০) করল কিউয়িরা। শুক্রবার বেসিন রিজার্ভে সিরিজের শেষ ম্যাচেও পাকিস্তানকে ১৫ রানে হারালো নিউজিল্যান্ড।

প্রথমে ব্যাট হাতে কামাল দেখান মার্টিন গাপটিল। তার সেঞ্চুরিতে সাত উইকেটে ২৭১ রান তোলে ‘ব্ল্যাক ক্যাপস’। পরে বল হাতে দাপট ম্যাট হেনরির। পাকিস্তানের ব্যাটিংয়ের টপ-অর্ডারকে একাই নাড়িয়ে দেন ডানহাতি কিউয়ি পেসার। শেষ পর্যন্ত ৫৩ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট। হেনরির দাপটে এক ওভার বাকি থাকতেই ২৫৬ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।

এ নিয়ে তৃতীয়বারের মতো পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হল পাকিস্তান। ১৯৮৮ সালে ওয়েস্ট ইন্ডিজের পর ২০১০ অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। আর নিউজিল্যান্ড এই নিয়ে দ্বিতীয়বার ৫-০ ওয়ান ডে সিরিজ জিতল। এর আগে ২০০০ সালে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল কিউয়িবাহিনী।

পাকিস্তানকে ৫-০ হারিয়ে তিন ফর্ম্যাট মিলিয়ে টানা এক ডজন ম্যাচে জয় পেল নিউজিল্যান্ড। শুধু তাই নয়, গত বছর মার্চের পর থেকে ঘরের মাঠে অপরাজিত ‘ব্ল্যাক ক্যাপস’।