সাতক্ষীরা

সাতক্ষীরায় সুমনা ফাউন্ডেশনের কম্বল বিতরণ

By Daily Satkhira

January 19, 2018

নিজস্ব প্রতিবেদক : তীব্র শীতে কাঁপছে দেশ। শীতের তীব্রতায় কাবু হয়ে পড়েছে সারা দেশের মানুষ। সাতক্ষীরাতেও শীতের তীব্রতা কম নয়। টানা কয়েক দিনের তীব্র শীত ও ঠান্ডা বাতাসে কাতর হয়ে পড়েছে সাতক্ষীরার মানুষ। বিশেষ করে সন্ধ্যার পর থেকে বাড়তে শুরু করে শীতের তীব্রতা। এতে করে নিম্ন আয়ের মানুষগুলো চরম দুর্ভোগে পড়েছেন। যাদের কাজ না করলে সংসার চলে না। সারা দিন পরিশ্রম করে তারা গরম কাপড় কিনবেন নাকি সংসার চালাবেন। তারপর আবার তীব্র শীতে কাজ করতে না পেরে অনেকেই রয়েছেন কষ্টে। ইতোমধ্যে এসব অসহায় মানুষগুলোকে গরম কাপড় দিয়ে সহযোগিতা করার জন্য সরকারি, বেসরকারি সংস্থাসহ একাধিক ব্যক্তি নিজ উদ্যোগে এগিয়ে এসেছেন। ঠিক তেমনি সাতক্ষীরার বেসরকারি সংস্থা সুমনা ফাউন্ডেশন ও মানুষের পাশে দাঁড়িয়েছে। শুক্রবার বিকাল ৩টায় সুমনা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা জেলা রেজিস্ট্রি অফিসের সামনে নিজস্ব কার্যালয়ে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুমনা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খান। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক শেখ আজহার হোসেন, বীরমুক্তিযোদ্ধা ইমাম বারি, আবুল কালাম আজাদ, সমাজসেবক সিমুন শামস্, মানোয়ারা খান, সাতক্ষীরা টিটিসি’র অধ্যক্ষ মুছাব্বেরুজ্জামান প্রমুখ।