তালা

রহস্যজনকভাবে নিহত পাটকেলঘাটার মেরিন প্রকৌশলী রনির দাফন সম্পন্ন

By Daily Satkhira

January 21, 2018

সমীর দাশ: শিক্ষক বাবার একমাত্র পুত্র সন্তান সৎ, সদালাপি মোঃ নুরুজ্জামান রনি(২৬) এর মৃতদেহ খন্ডগুলি ১৮ জানুয়ারি বেলা আনুমানিক তিনটার দিকে চট্রগ্রাম সীতাকুন্ডের কাশেম জুটমিলের অদুরে চিটাগং-ঢাকা রেললাইন এ নির্জন এলাকা থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৃতদেহ স্থানীয় থানা পুলিশ পোস্টমর্টেম এর জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে, আইনি প্রক্রিয়া শেষে ১৯ জানুয়ারি রাতে দেশের বাড়িতে পৌছায়। ২০ জানুয়ারি সকাল এগারটায় শত শত লোকের অংশগ্রহণে নিহতের জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়। এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে অন্যদিকে রহস্যের ঘোরা টোপে রয়েছে তার নিকটাত্ত্ব¡ীয় সহ এলাকার মানুষ। পোস্টমর্টেম রিপোর্ট এখন জানা যায়নি। ঘটনার বিবরণে জানাযায় তালা উপজেলার ১ নং ধানদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামের আব্দুর রউফ মাষ্টারের মেধাবী ছেলে নুরুজ্জামান (রনি), পিতা মাতার স্বপ্ন ছিল ছেলেকে ইঞ্জিনিয়ার বানানো তাই রনিকে ৪৬ তম ব্যাচে চিটাগাং মেরিন ইজ্ঞিনিয়ারিং একাডেমিতে ভর্তি করা হয়। রনিও তার অধ্যবসায় দিয়ে সুনামের সহিত কোর্স শেষ করে নিজের নামেন পিছে মেরিন ইঞ্জিনিয়ার পদবী যোগ করতে সফল হয় এবং এ সি ভি আই মার্ক অন লিফট্ লিঃ কোম্পানির শিপে চাকুরি নেয়। গত দুই মাস আগে সে ছয় মাসের জন্য বাড়ীতে আসে, তার পিতা আব্দুর রউফ মাষ্টারের সহিত কথা হয় তিনি জানান শান্ত শিষ্ট স্বভাবের ছেলে তার রনি, বাড়ীতে আসার পর হতে সে যেন কিছুটা চিন্তিত বা আরও বেশী শান্ত ভাব প্রকাশ করতো, আমরা তাকে কোন সমস্যা কিনা জিজ্ঞাসা করলে কিছুনা বলে এড়িয়ে যেত, ওর মা আমি ঘরে বসে কত গল্প করতাম আগামীতে হজে যাবার পরিকল্পনা করতাম ও বলতো তুমি যেভাবে বলবে সেভাবেই হবে সেটা আর হলোনা। মৃত্যু সম্পর্কে মন্তব্য করতে বলাহলে সে জানায় কিভাবে কি হয়ে গেল কিছুই জানিনা তবে এ মৃত্যুর পেছনো কি যেন রহস্য লুকিয়ে আছে। প্রথমে রনির পকেটে থাকা ফোন থেকে ফ্রে-লিষ্ট খুজে রনির এক বন্ধুকে ফেসবুকে ছবিসহ জানায় এক অপরিচিত। রনির ব্যাচমেট আতিকুল্র্যাহ জানান ঘটনাস্থ অনেকটা নির্জন এলাকা সেখানে একা যাবার মত ঘটনা ঘটার সম্ভাবনা কম, তাছাড়া ট্রেনে কাটা পড়লে তো দুখ- হবে চারখ- কেন? নিকট আত্বীয় আসাদ জানান গত সোমবার রনি হঠাৎ বলে আমি একটি ম্যাসেজ পেয়েছি চাকুরীতে আমার প্রোমোশন হয়েছে শুক্রবারের মধ্যে আমার চট্রগ্রাম যেতে হবে তাই সে মঙ্গল বারেই চলেযায়। রনির পরিবারের পক্ষথেকে এ মৃত্যুর ঘটনা সঠিক তদন্ত করে প্রকৃত ঘটনাকে সামনে আনার জন্য প্রশাসন ও মিডিয়া কর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।