সাতক্ষীরা

সাতক্ষীরায় মায়ের বাড়ি মন্দিরে চলছে স্বরস্বতী পূজার প্রস্তুতি

By Daily Satkhira

January 21, 2018

নিজস্ব প্রতিবেদক: শীতের শুভ্রতায় সনাতন ধর্মাবলম্বীদের স্বরস্বতী পূজা উৎসবকে সামনে রেখে চলছে উৎসবের সাজসজ্জা। স্বরস্বতি পূঁজার প্রতিমা তৈরিতে এখন মহাব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা। হিন্দু ধর্মালম্বীদের অন্যতম এউৎসব সদর উপজেলার মায়ের বাড়ি মন্দিরে আগামী সোমবারে অনুষ্ঠিত হবে। উপজেলার বিভিন্ন মন্দিরে এখন চলছে দেবী প্রতিমার ওপর কাঁদামাটির প্রলেপের কাজ শেষ হওয়ায় প্রতিমার ওপর রং তুলির আঁচড়। সেদিন দেবী সেজে উঠবেন অপরূপা সাজে। শঙ্খ, উলুধ্বনি আর মঙ্গল সংগীতে বিদ্যার দেবীকে বরণ করে নেবেন সনাতন ধর্মাম্বলী ভক্তরা। পার্থিব শান্তি, কল্যাণ, সমৃদ্ধি ও বিদ্যা লাভের জন্য হিন্দু সম্প্রদায় যুগ যুগ ধরে স্বরস্বতি দেবীর আরাধনা করে আসছেন। জেলা মন্দির সমিতির যুব কমিটির আয়োজনে উৎসবকে ঘিরে চলছে ব্যাপক আয়োজন। জেলা মন্দির সমিতির সভাপতি বাবু বিশ্বনাথ ঘোষ বলেন, এবারের স্বরস্বতি পুজা যুব কমিটির সার্বিক তত্বাবধানে দৃষ্টিনন্দন ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে বলে আশা করছি। জেলা মন্দির সমিতির সাধারন সম্পাদক রঘুজিৎ গুহ বলেন, আগামী সোমবারে স্বরস্বতী পূজা আনুষ্ঠানিক ভাবে শুরু হবে। যুব কমিটির দক্ষ নেতৃত্বে স্বরস্বতি উৎসব সুন্দর ও আকর্ষণীয় হবে। জেলা মন্দির সমিতির যুব কমিটির সভাপতি শংকর কুমার ঘোষ বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। জাতি ধর্ম নির্বিশেষে সকলেই ধনী-গরিবের ভেদাভেদ ভুলে এই আনন্দ আয়োজনে সামিল হবে। স্বরস্বতী পূজা উপলক্ষে সাতক্ষীরার মায়ের বাড়ি পূজা মন্ডপে প্রতিমা ও সাজ সজ্জার কাজ পূরোদমে এগিয়ে চলেছে। প্রতিমা তৈরির কারিগররা দিনরাত কাজ করছে। যুব কমিটির নেতৃত্বে রয়েছেন, সভাপতি শংকর কুমার ঘোষ, সহ-সভাপতি সুমন সাহা, সাধারণ সম্পাদক সুমন অধিকারী, অর্থ সম্পাদক তন্ময় সাহা, প্রচার সম্পাদক অলোক দাশ, মিলন বিশ্বাস, রনজিৎ ঘোষ, মিঠুন ব্যানার্জি প্রমুখ।