সাতক্ষীরা

সাতক্ষীরায় মাদক ও জঙ্গী বিরোধী র‌্যালি ও সমাবেশ

By daily satkhira

November 02, 2016

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানের লক্ষ্যে দেশ ব্যাপী মাদক ও জঙ্গী বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কাদা মাটি ইভেন্ট ও নারকোটিক বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের নিউ মার্কেট মোড় (শহীদ আলাউদ্দিন চত্বরে) সমাবেশে মিলিত হয়। জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে র‌্যালি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় সাংসদ তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশকে ক্ষুধা-দারিদ্রমুক্ত সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মানে সঠিক নেতৃত্ব দিয়ে নিরলসভাবে কাজ করে বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি এনে দিয়েছে। দেশের যারা উন্নয়ন চাইনা তারাই উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে সন্ত্রাস ও জঙ্গীবাদ সৃষ্টি করে দেশকে অকার্যকর করতে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় কোন সন্ত্রাসী ও জঙ্গীবাদের স্থান নেই। তিনি আরো বলেন, মাদক পরিহার করতে যুব সমাজকে সচেতন করতে হবে। মাদক দেশের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারি পরিচালক মো. হাশেম আলী, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. মোদাচ্ছের আলী, কাদা মাটি ইভেন্টের ব্যবস্থাপনা পরিচালক এম.ডি জুয়েলস্, প্রধান সমন্বয়কারি ডাঃ মাহবুবুর রহমান, তদন্ত ওসি আলমগীর কবীর, জেলা মোবাইল ব্যবসায়ী ও মালিক সমিতির সভাপতি মীর তাজুল ইসলাম রিপন, বর্ণমালা একাডেমী’র পরিচালক শামীমা পারভীন রতœা, মাহবুবুর রহমান প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।