দেবহাটা

দেবহাটায় স্বাধীনতা শিক্ষক পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

By Daily Satkhira

January 22, 2018

দেবহাটা প্রতিনিধি দেবহাটায় স্বাধীনতা শিক্ষক পরিষদ(স্বাশিপ)এর পক্ষ থেকে শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে নের্তৃবৃন্দরা। রবিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা চত্বরে স্বাধীনতা শিক্ষক পরিষদ(স্বাশিপ)এর আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। মানববন্ধনে উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদ(স্বাশিপ) এর সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা (স্বাশিপ) এর সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক আকবর আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা কলেজের অধ্যাক্ষ একেএম আনিসউজ্জামান, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, জেলা (স্বাশিপ) এর সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, দেবহাটা উপজেলা(স্বাশিপ) এর সহ-সভাপতি মোহাম্মাদালী, পরিমল কৃষ্ণসাহা, প্রশান্ত তরফদার, সাধারণ সম্পাদক শেখ তহিরুজ্জামান, সহ-সম্পাদক আলমগীর কবির, আলহাজ্ব শেখ মোয়াজ্জিন হোসেন, শিক্ষক হাফিজুল ইসলাম, দ্বিনবন্ধু, মুজিবুদ্দৌলা, সুপ্রসাদ দাস, সূর্যকান্ত রায়, শহীদুল ইসলামসহ বিভিন্ন পর্যয়ের নের্তৃবৃন্দরা। পরে নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারক লিপিতে ২০২১ সালে বর্তমান সরকার বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ ঘোষণা আগেই ৯৮% বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ করে সরকারের উন্নয়নের সহকর্মী হিসাবে কাজ করতে চাই স্বাধীনতা শিক্ষক পরিষদ(স্বাশিপ)। একই সাথে ২০৪১ সালের জ্ঞান বিজ্ঞানের সমৃদ্ধ তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক উন্নত বাংলাদেশের গড়ার স্বপ্ন বাস্তবায়ণ করতে এবং সোনার বাংলা বিনির্মানে কাজ করতে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি ও শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে দাবি জানানো হয়। বক্তরা বলেন, স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতা শিক্ষক পরিষদের বিশেষ ভূমিকা রেখেছিল। শুধু স্বাধীনতা সংগ্রাম নয় জাতীকে শিক্ষিত করতে শিক্ষকরা কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আর এই শিক্ষকদের মধ্যে ৯৮% শিক্ষকদের জাতীয়করণ না হওয়ায় শিক্ষা ব্যবস্থা অনেকটা সমস্যার সৃষ্টি দেখা দিচ্ছে। এই সমস্যা সমাধান করে শিক্ষকদের মান বৃদ্ধি করতে দেশের প্রতিটা উপজেলা ও জেলা পর্যয়ে একযোগে এই মানববন্ধন ও স্মারক রিপি কর্মসূচি পালিত হচ্ছে। দাবি না মানা হলে আগামী ৩ মার্চ জাতীয় পর্যয়ে প্রতিনিধি সভার মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।