সাতক্ষীরা

সাতক্ষীরায় ৪ দিন ব্যাপি আয়কর মেলা’র উদ্বোধন

By daily satkhira

November 02, 2016

নিজস্ব প্রতিবেদক : “ সুখী স্বদেশ গড়তে ভাই আয়করের বিকল্প নাই, সমৃদ্ধির সোনালী দিন আনতে হলে আয়কর দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৪দিন ব্যাপি আয়কর মেলা ২০১৬ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জনসাধারণের মধ্যে আয়কর বার্তা পৌছে দেওয়া, কর বান্ধব পরিবেশ সৃষ্টি করা, সর্বোপরি করদাতার সংখ্যা বৃদ্ধি ও প্রদান কার্যক্রম সহজ করার লক্ষ্যে কর অঞ্চল খুলনার উদ্যোগে কর অঞ্চল খুলনা’র অতিরিক্ত কর কমিশনার মো রিয়াজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, আয়কর আইনজীবী সমিতি’র সভাপতি এড. মো. সামছুল হক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সার্কেল-১৩ সাতক্ষীরা সহকারি কর কমিশনার উজ্জল কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার মোশারেফ হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ মো. আবুল কালাম বাবলা, সদর থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ হোসেন মোল্যা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি অধ্যাপক শরীফ আহমদ। প্রধান অতিথি’র বক্তব্যে সাংসদ বলেন, আয়কর হচ্ছে দেশের উন্নয়নের সোপান। যোগ্য ব্যক্তিদের সঠিক সময়ে কর প্রদান করতে হবে। নিয়মিত কর প্রদান করে দেশের উন্নয়নে শরীক হতে আহবান জানান। দেশের উন্নয়ন হয় জনগণের আয়কর ও ট্র্যাক্সের আদায়কৃত অর্থ থেকে। বর্তমান সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে তা বিগত কোন সরকারের আমলে হয় নাই। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার।