ফিচার

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের সরস্বতী পূজা উদযাপন

By Daily Satkhira

January 23, 2018

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার এর আয়োজনে সোমবার সাতক্ষীরা সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শ্রী শ্রী বাণী অর্চনা ২০১৮ উপলক্ষ্যে সরম্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো নজরুল ইসলাম। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন, সদর ইউ আর সি ইনস্ট্রাকটর আবু তাহের, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বাসুদেব কুমার সানা। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদ্যাদেবী মা সরস্বতী তাঁর সুমধুর বাণী এবং পুস্তক হাতে ধরনীতে যেমন এসে ছিলেন কু-শিক্ষার কালো অন্ধকার দূর করতে তেমনই আমাদেরকে অশিক্ষা দূর করে সন্ত্রাস, জঙ্গীমুক্ত অসাম্প্রদায়িক আলোকিত বাংলাদেশ গড়তে হবে। সদর সহকারী উপজেলা শিক্ষা অফিসার মফিজুল ইসলামের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহঃ উপজেলা শিক্ষা অফিসার সন্দীপ কুমার রায়, সন্তোষ কুমার মন্ডল, নাজমুল হাসান, গৌরঙ্গ গাইন ও প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী। পূজা অনুষ্ঠানে পৌরহিত্য করেন শিক্ষক তরুন কুমার চৌধুরী। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন, শিক্ষক পঙ্কজ কুমার বর্মণ, গোপাল আমিন, জিয়াউর রহমান ও সঞ্জীব ব্যানার্জী। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষর্থী ও আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ এবং মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।