তালা

বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রতির রোল মডেল বাংলাদেশ- বিশ্বজিৎ সাধু

By Daily Satkhira

January 23, 2018

পাটকেলঘাটা প্রতিনিধি: বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রদান রোল মডেল বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা জেলা কৃষক লীগের সভাপতি বিশ্বজিৎ সাধু। স্বরস্বতী পূজা উপলক্ষে আলোচনায় তিনি একথা বলেন। সোমবার স্বরস্বতী পুজা উপলক্ষে বিভিন্ন পুজাম-প পরিদর্শণে যান সাতক্ষীরা জেলা কৃষকলীগ ও হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু বিশ্বজিৎ সাধু। তিনি পাটকেলঘাটা আমিরুননেছা মাধ্যমিক বিদ্যালয়, পাটকেলঘাটা আদর্শ উচ্ছ বিদ্যালয়, কুমিরা বহুমুখী উচ্ছ বিদ্যালয়, কুমিরা মহিলা ডিগ্রী কলেজ সহ বিভিন্ন পুজা ম-প পরিদর্শন কালে কুমিরায় আলোচনা সভায় বলেন বিশ্বে অনেক দেশ আছে যেখানে সাম্প্রদায়িক জানাজানি লেগেই থাকে, এমনকি বৃহত্তর গণতান্ত্রিক দেশ ভারতেও বিভিন্ন প্রদেশে অহরহ সাম্প্রদায়িক জানাজানি নিত্য ঘটনা, কিন্তু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বর্তমান সরকারের সময়ে বাংলাদেশে তেমন কোন সাম্প্রদায়িক ঘটনা ঘটনার উদাহরণ নেই, আমরা এখানে বিভিন্ন ধর্মালম্বি মানুষ একে অপারের ধর্মীয় অনুষ্টানে সহযোগিতা ও আনন্দ উপভোগ করি। এটাকে ধরে রাখতে সমাজের বিবেকবান লোকদের ভূমিকা পালন করতে হবে, সজাগ থাকতে হবে যেন কোন মৌলবাদী শক্তি এটাকে নষ্টকরতে না পারে। জননেত্রী শেখ হাসিনা যথার্থ শ্লোগান সৃষ্টি করেছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার, তার লক্ষ্য এ দেশে সকল ধর্মের মানুষ যেন সম অধিকার ভোগ করে, আমাদের তার হাতকে শক্তিশালী করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে আবারও নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনার জাতকোপ শক্তিশালী করা সম্ভাব। আজ জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছে তাই বিশ্বে বাংলাদেশ মর্যাদাশীল জাতী হিসাবে আমরা প্রতিষ্টান পেয়েছি, সকল মসজিদ, মন্দির, গীর্জার উন্নন হচ্ছে। কৃষক তার জমিতে ফসল ফলানোর উপকরণ সহজ লভ্যে পাচ্ছে, সারেন জন্য আজ কৃষককে জীবন দিতে হয় না, কৃষকের ন্যার্যমূল্য পায়। সহজ শর্তে কৃষক কৃষিঝণ পায়,বণ্যা খরায় সাময়িক কষ্ট হলেও দ্রুত সরকারের সময় উপযোগী পদক্ষেপের জন্য সে ক্ষতি কাটিয়ে উঠতে বেশী সময় লাগেনা। এটাকে ধারাকে চলমান রাখতে হবে।