কালিগঞ্জ ব্যুরো: দীর্ঘ ৪৬ বছর পর জবর দখলকৃত নিজেদের পত্রিক সম্পত্তিতে ঘর বাঁধার সুযোগ পেয়ে আনন্দ উৎসব পালন করছে কালিগঞ্জ উপজেলার নিজদেপুর ও বেলাপুর গ্রামের ঋষি পল্লীর সংখ্যালঘু পরিবারের সদস্যরা। সোমবার বিকেলে নবনির্মিত মন্দিরে সরস্বতী পুজা উপলক্ষে ঋষি সম্প্রদায়ের বাসিন্দারা এই আনন্দ উৎসবের আয়োজন করে। স্থানীয় ইউপি সদস্য শওকাত আলীর সভাপতিত্বে আনন্দঘন পরিবেশে আলোচনা সভায় প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি ও ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মুখার্জি, মুক্তিযোদ্ধা মনির হোসেন, সিদ্দিকুর রহমান, নূরমোহাম্মদ, নিজদেবপুর ও বেলপুর গ্রামের কানাই ঋষি, লেবু ঋষি, নির্মল ঋষি, অভেলা ঋষি, মালতি ঋষি, যশোদা ঋষি, মায়া ঋষি প্রমুখ।