শিক্ষা

সাতক্ষীরা মেডিকেল কলেজে সরস্বতী পূজা উদযাপন

By Daily Satkhira

January 23, 2018

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা মেডিকেল কলেজে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় সাতক্ষীরা মেডিকেল কলেজে উদযাদিত হল সরস্বতী পূজা উপলক্ষে বাণী-অর্চনা ১৪২৪ অনুষ্ঠান। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কাজী হাবিবুর রহমান অনুষ্ঠানে তিনি হিন্দু ধর্মাবলম্বীসহ সকল ধর্মের মানুষকে শুভকামনা জানান। এত সভাপতিত্ব করেন কলেজের সহকারী অধ্যাপক ডা. হরষিৎ চক্রবর্তী। তিনি বলেন, সরস্বতী দেবীর আশ্বিবাদে সবাই যেন মন ও মননশীলতায় উদ্বুদ্ধ হয়ে বিদ্যা মাজিত হতে পারে। এছাড়া বক্তব্য রাখেন মেডিকেল কলেজের অধ্যাপক ডা. এ,এইচ,এস.এম কামরুজ্জামান, সহযোগী অধ্যাপক যা. রুহুল কুদ্দুস, সহযোগী অধ্যাপক ডা. মাকসুদুল আনাম সিদ্দিকী, বিএমএ সভাপতি ডা. মো: আজিজুর রহমান, সাধরণ সম্পাদক সাতক্ষীরা মেডিলে কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এস.জেড আতীক, স্বাচিপের সভাপতি ডা. এস.এম.মোখলেছুর রহমান, ডা. মো সামছুর রহমান. ডা. প্রবীর মুখার্জী, ডা. সুতপা চ্যাটার্জী. ইন্টার ডা. সব্যসাচী বিশ্বস। ছাত্রদের মধ্যে নিউটন হালদার, অসিথ মিস্ত্রী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইন্টার ডা. মনাক কুমার বিশ্বস। অনুষ্ঠানে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়। একইসাথে পূজা উপলক্ষে ম্যাগাজিন শ্বেতপদ্মাসনা-৪ এর মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া আজ ২৪ জানুয়ারি মঙ্গলবার সরস্বতী পূজা উপলক্ষে মেডিকেল কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।