শ্যামনগর

নুরনগরে সরস্বতী পূজা উৎযাপিত

By Daily Satkhira

January 23, 2018

নুরনগর প্রতিনিধি: “সরস্বতী মহাভাগে বিদ্যা কমললোচনে বিশ্বরুপে বিশালাক্ষী বিদ্যাংদেহী নমোহস্তুতে” মন্ত্র পাঠের মধ্যদিয়ে সোমবার শ্যামনগর উপজেলার নুরনগরে বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা উৎযাপিত হয়েছে। বেশির ভাগ শিক্ষার্থীরা পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর চরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সনাতন ধর্মালম্বীদের কাছে সরস্বতী দেবী ন্যায় ও জ্ঞানালোকের দেবী হিসেবে পূজনীয়। নুরনগরের প্রধান প্রধান বিদ্যপিঠগুলোতে ছাড়া বাজার দূর্গা মন্দির, কর্মকার পাড়া সার্বজনীন মন্দির, নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়সহ এলাকার বিভিন্ন হিন্দু বাড়িতে দেবী সরস্বতীর পূজা করা হয়েছে। অত্র এলাকায় মনোরম পরিবেশে কোন রকম সমস্যা ছাড়াই দেবী সরস্বতীর পূজা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।