কালিগঞ্জ

কৃষ্ণনগরে সবজি ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ

By daily satkhira

November 02, 2016

কৃষ্ণনগর প্রতিনিধি: কৃষ্ণনগরে এক অসহায় কৃষকের এক বিঘা জমিতে রোপনকৃত ফুলকপির চারার অধিকাংশ মরনাপন্ন অবস্থা। স্থানীয় সূত্রে জানা যায় কৃষ্ণনগরের ছাগল ব্যবসায়ী নুর ইসলাম ওরফে পঁচা শেখের ছেলে কৃষক তফেজ উদ্দীন দেড় মাস আগে তার এক বিঘা জমিতে সমিতি থেকে ঋণ ৩০ হাজার টাকা ঋণ উত্তোলন করে ফুলকপির চারা রোপন করে। ফুলকপির চারাগুলো কপি ধরতে শুরু করেছে। কিন্তু হঠাৎ মঙ্গলবার দিনগত রাতে রাতের আঁধারে দুর্বৃত্তরা ক্ষতিকারক বিষ প্রয়োগ করে চলে যায়। এখন গাছগুলো মরতে শুরু করা দেখে কৃষক তফেজ উদ্দীন স্থানীয় লোকজনের পরামর্শ নিতে থাকেন এবং অনেকের তার ক্ষেতে ডেকে নিয়ে আসলে তারা নিশ্চিত হন যে গাছগুলোতে ক্ষতিকারক বিষ ¯েপ্র করা হয়েছে। এগুলো বাঁচানো আর কোন মতেই সম্ভব ন। কিন্তু হায়রে সর্বনাশ! এ শব্দ তার পরিবারে কান্নাকাটির মধ্য দিয়ে চলছে কে আমাদের এ সর্বনাশ করলো। আমরা এখন ঋণের টাকা শোধ করবো কেমন করে। এজন্য স্থানীয় গ্রামবাসী এর সাথে কারা জড়িত তাদেরকে খুজে বের করতে স্থানীয় প্রশাসন সহ উপজেলা কৃষি কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছেন।