আশাশুনি

জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান আশাশুনি সরকারি কলেজ

By Daily Satkhira

January 24, 2018

মোস্তাফিজুর রহমান: জাতীয় শিক্ষা সপ্তাহে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে আশাশুনি সরকারি কলেজ। কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন আশাশুনি সরকারি কলেজের সদ্য যোগদানকারী অধ্যক্ষ মিজানুর রহমান। এছাড়া আশাশুনি উপজেলার মাধ্যমিক স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হয়েছেন অরুন কুমার গাইন। তিনি বদরতলা জেসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মাদরাসা পর্যায়ে আলহাজ্ব মোঃ আবু হাসান। তিনি আশাশুনি আলিয়া মাদরাসার সুপার। তিনি এমফিল ও পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মোঃ মুস্তাহিদুর রহমান। তিনি আশাশুনি আলিয়া মাদরাসার সহকারী মৌলভী শিক্ষক। এই নিয়ে ৩য় বারের মত উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হলেন তিনি। শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষক সেলিনা আক্তার। তিনি আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। শ্রেষ্ঠ ছাত্র (উপজেলা পর্যায়ে) আফিফ হাসান। সে আলিয়া মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।