দেবহাটা

দেবহাটায় সরকারের সাফল্য ও ভিশন-২০২১ শীর্ষক আলোচনা

By Daily Satkhira

January 24, 2018

কে. এম রেজাউল করিম: দেবহাটা উপজেলার পারুলিয়াস্থ শহীদ আবু রায়হান চত্বরে বুধবার বিকাল ৪ টায় সাতক্ষীরা জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে ভিশন-২০২১ শীর্ষক এক আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সহকারী সচিব ও র‌্যাবের সদর দপ্তরে কর্মরত সিনিয়র ম্যাজিষ্ট্রেট আকবর হোসেন, দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন, দেবহাটা উপজেলা আঃলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। সভায় বক্তারা বলেন, সরকার ইতিমধ্যে প্রতিটি সেক্টরে উন্নয়নের স্বাক্ষর রেখেছে। ভিশন-২০২১ এর লক্ষ্য নিয়ে দেশ বর্তমানে নি¤œ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। সেই সাথে ভিশন-২০৪১ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুযায়ী বাংলাদেশকে উন্নত দেশে পরিনত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বর্তমান সরকার। সরকারের এই অর্জন, লক্ষ্য ও সাফল্যকে জনগনের দোর গোড়ায় পৌছাতে আমাদেরকে কাজ করতে হবে বলে বক্তারা উল্লেখ করেন। আর এজন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। সভায় এলাকার সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক সহ জেলা অফিসের কর্মকর্তা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।