শিক্ষা

কালিগঞ্জের শ্রেষ্ঠ অধ্যক্ষ জাফরুল আলম, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ

By Daily Satkhira

January 25, 2018

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ: জাতীয় শিক্ষা সপ্তাহে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম। মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে উপজেলার শ্রেষ্ঠ স্থান লাভ করেছেন কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়। মাদ্রাসার শ্রেষ্ঠ প্রধান নির্বাচিত হয়েছেন উপজেলা সদরে অবস্থিত হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রমিজ উদ্দীন। উপজেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ, শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এবং শ্রেষ্ঠ মাদ্রাসা নির্বাচিত হয়েছে উপজেলা সদরে অবস্থিত নাসরুল উলুম সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা। কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের প্রভাষক ফিরোজ হায়দার, মাধ্যমিক পর্যায়ে কালিগঞ্জ পাইলট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের গোপাল চন্দ্র গাইন এবং মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক তারালী কেন্দ্রীয় আলিম মাদ্রাসার সহকারী মৌলভী আকরাম হোসেন।