আশাশুনি

বুধহাটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ানুষ্ঠান

By Daily Satkhira

January 25, 2018

বুধহাটা প্রতিনিধি: আশাশুনির বুধহাটায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এস এস সি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। কুন্দুড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়: বেলা ১২টায় বিদায় অনুষ্ঠান উপলক্ষে কুন্দুড়িয়া হাইস্কুল চত্বরে ম্যানেজিং কমিটির সদস্য গনেশ চন্দ্র গাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলাম। সিনিয়র শিক্ষক জিএম গাওছুল আলমের পরিচালনায় সহকারী শিক্ষক তাপস চক্রবর্তী সহ এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক মন্ডলী ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। এবছর বিদ্যালয়টি থেকে ১০৪জন শিক্ষার্থী এস এস সি পরীক্ষায় অংশগ্রহণন করবে। কওছারিয়া দাখিল মাদ্রাসা: বুধবার সকালে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গয়জুদ্দীন গাজীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওঃ আবুল আলা মওদুদী। শিক্ষক মাওঃ কুতুবউদ্দীন ও মাওঃ আব্দুস সালামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশাশুনি রিপোর্টার্স ক্লাব সহ সভাপতি আইয়ুব হোসেন রানা, ইউনিয়ন আ’লীগ সাংগঠনিক সম্পাদক রমজান আলী, ম্যানেজিং কমিটির সদস্য মইজুদ্দীন গাজী, রজব আলী ও মাস্টার শফিকুল ইসলাম, খরিয়াটি দাখিল মাদ্রাসার সহ সুপার জুম্মান আলী, শিক্ষক মাওঃ রহমতউল্লাহ, হাফেজ মাওঃ রুহুল আমীন, মাওঃ আব্দুল ওহাব প্রমুখ। এবছর মাদ্রাসাটি থেকে ৫২জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে। বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল: সকাল ১১টায় স্কুল চত্বরে অনুষ্ঠিত বিদায়ানুষ্ঠানে সিনিয়র শিক্ষক তাপস বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক এস এম সিরাজুল ইসলাম। প্রভাষক মহিনুর ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক খান সালামত হোসেন, আব্দুল্লাহ আল মামুন, সাবিনা ইসলাম, জোৎনা ঘোষ, বিজলী ঘোষ, শিরিন সুলতানা প্রমুখ। প্রতিষ্ঠানটি থেকে এবছর ১২৯জন শিক্ষার্থী এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করবে। গাবতলা মাধ্যমিক বিদ্যালয়: কুল্যা ইউনিয়নের গাবতলা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সকাল সাড়ে ১১টায় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস এম দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক পরিমল কুমার দাশ। এসময় সহকারী প্রধান শিক্ষক রাম প্রসাদ, নিমাই চন্দ্র রায়, রঘুনাথ দাশ, আব্দুল্লাহ আল মামুন, সাবেক মেম্বর আশুতোষ দাশ প্রমুখ উপস্থিত ছিলেন। এবছর প্রতিষ্ঠানটি থেকে ৫২জন শিক্ষার্থী এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করবে।