কলারোয়া

কলারোয়ায় কোন পরিবার অন্ধকারে থাকবে না- মুস্তফা লুৎফুল্লাহ এমপি

By daily satkhira

November 02, 2016

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া উপজেলার কোন পরিবার অন্ধকারে থাকবে না। বর্তমান সরকারের অঙ্গিকার বাস্তবায়ন করার জন্য সকলকে এক হয়ে কাজ করতে হবে। তাহলে সব কাজ সহজে সম্পন্ন করা সম্ভব হবে। দেশের উন্নয়ন করতে হলে বিদ্যুতের কোন বিকল্প নাই। গতকাল বুধবার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নে পল্লী বিদ্যুতের নতুন সংযোগের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা- ১ (তালা-কলারোয়া) আসনের সংসদ এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এ সব কথা বলেন। সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার হেলাতলা ইউনিয়নে এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি সচিব সাইফুল্লাহ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মদ স্বপন, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি জেনারেল ম্যানেজার (জিএম) রবীন্দ্রনাথ দাস, ঝাউডাঙ্গা জোনাল অফিসের ডিজিএম রিজাউল করিম খান, কলারোয়া সাব-জোনাল অফিসের কর্মকর্তা স্বপন কুমার পাল। এ সময় আরো উপস্থিত হেলাতলা ইউনিয়নের আ.লীগের সভাপতি শফিকুল ইসলাম, সম্পাদক প্রভাষক আরিজুল ইসলামসহ এলাকার সাধারণ মানুষ। কলারোয়া সাব-জোনাল অফিসের কর্মকর্তা স্বপন কুমার পাল জানান, উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসার ঘুরামী পাড়া, দিগাং ও কাশীয়াডাঙ্গা গ্রামের ৪৮০টি পরিবারের মাঝে নতুন এ সংযোগ দেয় হয়েছে। তিনি আরো বলেন, পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নে বিদ্যুতের সংযোগ প্রদান করা হবে।