ফিচার

সাতক্ষীরা সিজেএম ও জেলা জজ আদালত ভবনের সম্প্রসারিত অংশের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

By Daily Satkhira

January 25, 2018

মাহফিজুল ইসলাম আককাজ : নব-নির্মিত সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন ও জেলা জজ আদালত ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারিত অংশ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিচার বিভাগ ও গণপূর্ত বিভাগের আয়োজনে সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক এমপি। এসময় তিনি বেলুন ও ফেস্টুন, শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ফলক উন্মোচন করে নব-নির্মিত সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন ও জেলা জজ আদালত ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারিত অংশের উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী প্রফেসর ডা. আ. ফ. ম রুহুল হক, সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-০১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-০৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান, গণপূর্ত জোন খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী জি.এম. এম কামাল পাশা, জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বাংলাদেশের ৬৪টি জেলা সদরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ শীর্ষক প্রকল্প প্রধান সমন্বয়ক বিকাশ কুমার সাহা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এম শাহ আলম, গণপূতের তত্বাবধায়ক প্রকৌশলী কাজী ওয়াসিফ আহমাদ ও জজ কোর্টের পিপি এড. ওসমান গনি প্রমুখ। গণপূর্তের অধীনে বাংলাদেশের ৬৪টি জেলা সদরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ (প্রথম পর্যায়ে, দ্বিতীয় সংশোধিত) শীর্ষক প্রকল্প এর অধীনে ১.৭৫ একর জমির সাতক্ষীরা জেলায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ কাজ ১২ তলা ভিতের উপরে ১০তলা বিশিষ্ট ভবন নির্মাণে উপর বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে ৬৫ কোটি ২৩ লক্ষ ২৭ হাজার ব্যয়ে এ ভবন নির্মাণ করা হয়েছে। এই ভবনে ১৮টি এজলাস ভবন, ১টি লিগ্যাল এইড অফিস রুমসহ রেকর্ড রুম, মালখানা, কনফারেন্স রুম, সুবিধা রয়েছে। এছাড়া এভবনে তিনটি লিফট্, ৪টি সিড়ি, ২টি পোর্চ, ৬৩০ কেভি বিদ্যুৎ সাব স্টেশন, ১৫০ কেভি জেনারেটর, ১টি গভীর নলকুপ স্থাপন করা হয়েছে এই ভবনে।