খেলা

নিউজিল্যান্ডকে উড়িয়ে যুব বিশ্বকাপের সেমিতে আফগানিস্তান!

By Daily Satkhira

January 25, 2018

স্বাগতিক নিউজিল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে অনুর্ধ-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল ক্রিকেটের নতুন শক্তি আফগানিস্তান। নিউজিল্যান্ডকে ২০২ রানের বড় ব্যবধানে হারিয়ে তৃতীয় দল হিসেবে যুদ্ধবিধ্বস্ত দেশটি এই প্রথমবার যুব বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল।ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে ৪ হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তানের যুবারা। রহমান উল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের ওপেনিং জুটিতে ১১৭ রানের সুবাদে বড় সংগ্রহের ভিত্তি পায় তার। রাহমান উল্লাহ ৬৭ বলে ৬৯ এবং জাদরান ৯৮ বলে ৬৮ রান করেন। এ ছাড়া মিডল অর্ডারে বাহির শাহ ৭২ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন। তবে শেষ দিকে আজমতুল্লাহ ওমারজাই ঝড়ো গতিতে করেন ৬৬ রান। মাত্র ২৩ বল মোকাবেলায় চারটি বাউন্ডারি ও ৭টি ওভার বাউন্ডারি দিয়ে নিজের ইনিংস সাজান ম্যাচ সেরা নির্বাচিত হওয়া ওমারজাই। নিউজিল্যান্ডের সন্দিপ পাতিল ১৩ রানে নেন ২ উইকেট। জয়ের জন্য বড় টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আফগানিস্তানের বোলিং তোপে তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে নিউজিল্যান্ড। ২৮.১ ওভারে মাত্র ১০৭ রানে ব্ল্যাক ক্যাপসরা অল আউট হলে বড় ব্যবধানের জয় পায় আফগানিস্তান। দলের হয়ে ব্ল্যাক সর্বোচ্চ ৩৮ রান করেন। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন ফিলিপস। আফগানিস্তানের মুজিব ১৪ রানে ৪টি এবং কোয়াইস আহমেদ ৩৩ রানে ৪ উইকেট শিকার করেন। ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করা অপর দুই দল হলো পাকিস্তান ও অস্ট্রেলিয়া।