কালিগঞ্জ

কালিগঞ্জের প্রতিবন্ধী স্কুলে প্রীতিভোজ ও মিলনমেলা

By Daily Satkhira

January 26, 2018

কালিগঞ্জ ব্যুরো: প্রতি বছরের ন্যায় এবছরও কালিগঞ্জের এমজেএফ বিশেষ প্রতিবন্ধী স্কুলে উৎসব মুখর পরিবেশে উদ্যাপিত হয়েছে প্রীতিভোজ ও বার্ষিক মিলনমেলা। এমজেএফ বিশেষ স্কুলের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে মিলনমেলা প্রীতিভোজ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্বে করেন প্রতিবন্ধী স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান। এমজেএফ স্কুলের সমন্বয়কারী ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় মিলনমেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখন উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। এসময় তিনি বলেন, প্রতিবন্ধীদের অবহেলার চোখে দেখলে হবে না তারাও এদেশের মূল্যবান সম্পদ। প্রতিবন্ধীদের পাশে থেকে তাদের জন্য কিছু করতে পারাটাই সব চেয়ে বড় পাওয়া। সরকার প্রতিবন্ধীদের কল্যাণে অনেক কিছু করছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের নিয়ে কাজ করায় বিশ্ব দরবারে আলোচিত হয়েছেন। আমি নিজেও প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের পাশে থেকে সামান্য কিছু অবদান রেখেছি। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এম জে এফ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আজহারুল ইসলাম। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি রাজিব আহছান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম আলী, ল্যাবরেটরী স্কুলের সাবেক অধ্যক্ষ মোমতাজ হোসেন মন্টু, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আবুল হোসেন। মিলনমেলায় প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীরা হামদ, নাত ও গান পরিবেশন করেন। বার্ষিক বনভোজন ও মিলনমেলায় স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক, সূধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।