নিজস্ব প্রতিবেদক: সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের বার্ষিক বনভোজন তুফান কনভেনশন সেন্টারের লেকভিউ ক্যাফেতে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিশিষ্ট সমাজ সেবক ও বনভোজন উদযাপন কমিটির আহবায়ক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথিহিসাবে বক্তব্য দেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক দেবাশিস সরদার, সাতক্ষীরা সিটি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইমদাদুল হক, ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মিজানুর রহমান বাবু,অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক হারুণ-অর রশিদ, শহর সমাজ সেবা কর্মকর্তা সহিদুর রহমান, প্রবেশন অফিসার মিজানুর রহমান, আশাশুনি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইমদাদুল হক, অভিভাবক সদস্য মোস্তফা মোস্তাক আহমেদ, ওয়াল্ড ভিশন প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিবন্ধী শিশুদের নাচ গান, কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আলোজন করা হয়। পরে তুফান কনভেনশন সেন্টারের লেকভিউ ক্যাফেতে বনভোজনের খাবারের আয়েজন করা হয়। বনভোজন অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথি বিদ্যালয় ব্যবস্থা পনা কমিটির সদস্যসহ সকল ছাত্রছাত্রী অংশ গ্রহন করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ও বনভোজন উদযাপন কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম।