শ্যামনগর

শ্যামনগরে প্রাপ্য জমি না দেওয়ায় পিতার দাফন আটকালো ৬কন্যা

By Daily Satkhira

January 26, 2018

পলাশ দেবনাথ, নুরনগর থেকে: শ্যামনগর উপজেলার নুরনগরের মানিকপুর গ্রামের মৃত এব্রাহীম গাজীর ছেলে মো. তছের উদ্দিন গাজীর ৪ পুত্র ও ৬ কন্যা এর মধ্যে কন্যাদের প্রাপ্য জমি না দেওয়ায় পিতার লাশ দাফন আটকালো ৬ কন্যা ও নাতীরা। ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটের দিকে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় মোঃ তছের উদ্দিন গাজীর, পিতার মৃত্যুর খবর শুনে মেয়েরা পিতার বাড়িতে এসে জানতে পারে তাদের পিতার নামীয় ৪২ বিঘা জমি সবই ৪ ভাই লিখে নিয়েছে। এসময় মেয়েরা ভাইদের কাছে ৪ বিঘা জমি দাবি করলে ভাইরা জমি দেবে না বলে জানায়। এর পর তারা তাদের প্রাপ্য জমি না দিলে পিতার মৃতদেহ দাফন করতে দেবে না বলে জানায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিতার মৃতদেহ আগলে বসে থাকে ৬কন্যা। এক পর্যায়ে এখবর এলাকায় জানাজানি হলে শত শত লোক ভিড় জমায় এবং এর একটা বিহিত করার পরামর্শ দেন এলাকাবাসী। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে ৪ ভাই ৬ বোনকে সাড়ে ৩ বিঘা জমি দেওয়ার কথা বললে তারা তাদের পিতার লাশ সন্ধ্যার পর দাফন সম্পন্ন করতে দিয়েছে বলে জানা গেছে।