আশাশুনি

চলতি বছরের মধ্যেই এলাকায় শতভাগ বিদ্যুৎতায়ন হবে- আশাশুনিতে ডা. রুহুল হক এমপি

By Daily Satkhira

January 26, 2018

মোস্তাফিজুর রহমান/ইমরান হোসেন: বিদ্যুৎ মন্ত্রী আমাকে লিখিত দিয়েছেন ২০১৮ সালের মধ্যে অর্থাৎ চলতি বছরের মধ্যেই আপনার এলাকায় শতভাগ বিদ্যুৎতায়ন হবে। আগে নতুন বিদ্যুৎ সংযোগের জন্য সংশ্লিষ্ঠ দপ্তরগুলোতে বারবার ধর্ণা দেয়া লাগতো।

এখন সময় পরিবর্তন হয়েছে সংশ্লিষ্ঠ কর্মকর্তারা নতুন সংযোগ দেয়ার জন্য আপনাদেরকে খুজবে। শুধু বিদ্যুৎ সেক্টরে নয় প্রত্যেকটি ক্ষেত্রেই অভাবনীয় ইন্নয়ন হয়েছে। শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা মুখে বলে শেষ করা সম্ভব নয়। দেশের অধিকাংশ মানুষ সচেতন, ডিজিাল বাংলাদেশ সবার হাতে হাতে ইন্টারনেট। আমি উন্নয়নের কথা বলে গেলাম বা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে গেলাম যার বাস্তবায়ন করলাম না এমনটি এখন আর সম্ভব নয়। প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করার সাথে সাথেই ঘোষনা দিয়েছিলেন বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌচ্ছে দেওয়া হবে।

সেই অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় আজ আমরা বিদ্যুৎতায়নের ক্ষেত্রে এত দূর এগুতে পেরেছি। বিদ্যুৎ উৎপাদনের সাথে সাথে মানুষের চাহিদাও বাড়বে এ কথা মাথায় রেখে ৩ হাজার মেগা ওয়াট থেকে আমরা ১৬ হাজার মেগা ওয়াটে নিয়ে আসতে সক্ষম হয়েছি। তাই আমি বলবো নৌকার সাথে থাকুন বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যহত রাখুন। আশাশুনি উপজেলার কাদাকাটির মোকামখালী ইফতেদায়ী মাদ্রাসা ফুটবল মাঠে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রালয়ের স্থায়ী কমিটির সভাপতি উপমহাদেশের প্রখ্যত চিকিৎসক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার দ্বীপের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি কাদাকাটি ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া, মোকামখালী ও টেকারামচন্দ্র পুর তিন গ্রামের ২৬৮ পরিবারের মাঝে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন করেন। সাংবাদিক অসীম বরুন চক্রবর্তীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ০৩ আসনের সাবেক এমপি ডাঃ মোখলেছুর রহমান, সাতক্ষীরা পল্লী বিদ্যুতের জি এম রবীন্দ্র নাথ, আশাশুনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুল ইসলাম শাহীন, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক এড. শহিদুল ইসলাম পিন্টু, জেলা পরিষদ সদস্য এস এম দেলোয়ার হুসাইন, চেয়ারম্যান আঃ আলিম মোল্যা, উপজেলা কৃষকলীগ সভাপতি স ম সেলিম রেজা সেলিম, শ্রমিকলীগ সভাপতি ঢালী সামসুল আলম, স্বোচ্ছাসেবকলীগ সভাপতি এম এম সাহেব আলী, পল্লী বিদ্যুৎ আশাশুনি সাব জোনাল অফিসের এ জি এম স্বপন কুমার ফাল, আ’লীগ নেতা ইয়াহিয়া ইকবাল, আঃ হান্নান মন্টু। এসময় জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সাংবাদিক তোষিকে কাইফু, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, আশাশুনি রিপোর্টর্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।