শ্যামনগর

বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যানের সুন্দরবন উপজেলা প্রতিষ্ঠার দাবি

By Daily Satkhira

January 26, 2018

মাহফুজুর রহমান তালেব: গত ২৫ জানুয়ারি সুন্দরবন সাংবাদিক ক্লাবে মত বিনিময় করেন, শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার ম-ল। মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, শ্যামনগর থানা বা শ্যামনগর উপজেলা বাংলাদেশের মধ্যে আয়তনে সর্ববৃহৎ।

অথচ, এমন অনেক উপজেলা আছে যা আমাদের একটি ইউনিয়নের আয়তনের সমান। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুন্সীগঞ্জ পর্যটন এলাকা হিসেবে ঘোষিত হওয়ায় এবং বুড়িগোয়ালিনীতে শিল্প জোন হিসেবে গড়ে ওঠায় এ এলাকার গুরুত্ব অনেক বেড়েছে। অপরদিকে দ্বীপ ইউনিয়ন গাবুরা হওয়ায় জনসাধারণকে উপজেলা সদরে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। সেকারণ, গাবুরা, পদ্মপুকুর, আটুলিয়া, বুড়িগোয়ালিনী, মুন্সীগঞ্জ এই ইউনিয়নগুলি নিয়ে “সুন্দরবন উপজেলা” নামে পৃথক উপজেলা গঠন করার লক্ষ্যে সাংবাদিক সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। তাহা ছাড়া উক্ত ইউনিয়নগুলির অধিকাংশই বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন হওয়ায় এখানকার মানুষের জীবন জীবিকা অন্য এলাকা হতে ভিন্ন প্রকৃতির। তিনি আরও বলেন, আমি নিজেও এব্যাপরে উর্ধ্বতন কর্তৃপক্ষের সহিত যোগাযোগ অব্যাহত রেখেছি। তিনি সাংবাদিক ক্লাবটির আসবাব-পত্র ক্রয়ের জন্য ২০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।

উক্ত মতবিনিময় সভার শুরুতে সাতক্ষীরা হতে প্রকাশিত “দৈনিক পত্রদূত” পত্রিকার প্রতিষ্ঠাতা শহিদ স.ম. আলাউদ্দিন’র আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সুন্দরবন সাংবাদিক ক্লাবের সভাপতি মো: আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বুড়িগোয়ালিনী ইউ.পি প্যানেল চেয়ারম্যান মো: আব্দুর রউফ, লক্ষ্মী রানী শীল, খাদিজা বেগম, ইউ.পি সদস্য যথাক্রমে-গোলাম মোস্তফা, কৃষ্ণপদ ম-ল, সাংবাদিক মাহফুজুর রহমান তালেব এবং সভাপতি আইয়ুব আলী। এসময় উপস্থিত ছিলেন, মুন্সীগহ্জ নৌ-পুলিশ কাম্পের ইনচার্জ এস আই মামুন, ইউপি সদস্য, নীলকান্ত রপ্তান,সাংবাদিক বিল্লাল হোসেন, আব্দুল্লাহ-আল মামুন, ফারুক হোসেনসহ অন্যন্য সাংবাদিকবৃন্দ; সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক পিযুষকান্তি বাউলিয়া।