কলারোয়া

মাদক থেকে সকলকে দূরে থাকতে হবে-কলারোয়ায় মুস্তফা লুৎফুল্লাহ এমপি

By Daily Satkhira

January 28, 2018

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় কেএল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ে রুপান্তিত হবে। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক চেয়ারম্যান নূরুল ইসলাম যে সমাজসেবার বিশেষ অবদানে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যানের পুরস্কার এনে দিয়েছেন তা সারাজীবন ভূলবার নয়। তার অবদানে কেএল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় জেলার শেষ্ঠ বিদ্যালয়ে রুপান্তি হবে বলে আঁশা রাখেন। বাল্য বিবাহ হলো সমাজের বড় অন্যায় কাজ। কোন ছাত্র/ ছাত্রীকে পরিবারের বোঝা মনে না করে, সম্পদ ভেবে তাদের লেখাপড়া করার সুযোগ করে দিন। তারা যেন পড়াশুনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য কাজ করতে পারে। তাহলে দেখবেন তাদের কারণে দেশের নাম বিদেশের কাছে উজ্জ্বল হবে। তাই আপনারা যারা অবিভাবক তারা সন্তানদের সু- শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করুন এটাই হবে আপনাদের বড় কাম্য। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার লাঙ্গলঝাড়া কেএল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্য বিবাহ, মাদক ও জঙ্গী বিরোধী প্রতিরোধ সমাবেশ এবং এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধান অতিথী এ্যাড মুস্তফা লুৎফুল্লাহ এমপি এসব কথা বলেন। কেএল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান নূরুল ইসলামের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরুতেই এ্যাড মুস্তফা লুৎফুল্লাহ এমপি’র একমাত্র পুত্র প্রয়াত অনিক আজিজের রুহের মাগফেরাত কামনা করে নিরবতা পালন ও দোয়া করা হয়। আয়োজিত অনুষ্ঠানে এমপি লুৎফুল্লাহ আরোও বলেন, মাদক হলো সমাজ ধ্বংস করার মূল হাতিয়ার। এই মাদক থেকে সকলকে দূরে থাকতে হবে। মাদকের ছোঁবল যাতে যুব সমাজের উপর না পড়ে সে জন্য অবিভাবকদের লক্ষ্য রাখতে হবে। কোন সন্তানকে বাল্য বিবাহ দেবেন না। বাল্য বিবাহের কারণে জীবনের দুর্ঘটনা বেড়ে যায়। সবাইকে বাল্য বিবাহ প্রতিরোধ করার আহবান জানান। এছাড়া সন্তানদের দিকে খেয়াল রাখতে হবে যেন তারা সমাজ বিরোধী কোন জঙ্গীবাদ কার্যক্রম করতে না পারে। ধর্মের অপ-ব্যাখ্যার নামে যদি কেহ জঙ্গী কার্যক্রমে জড়িয়ে পরে তাদের চিহ্নিত করুন। তাদের ধর্মের সঠিক ব্যাখ্যা দিয়ে ভাল পথে পরিচালনা করুন তাহলে দেখবেন সমাজ থেকে অনেক খারাপ কাজ নিমূল হবে। এই লাঙ্গলঝাড়া ইউনিয়ন সুনাম আর দূনামে ভরা। এই ইউনিয়নকে জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন মনোনিত করায় আপনারা চেয়ারম্যান নূরুলকে সাধুবাদ জানান এটাই হবে আপনাদের প্রত্যাশা। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিউদ্দিন ফারকীর পরিচালনায় বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথী’র বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, নিবার্হী কর্মকর্তা মনিরা পারভীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ, সোনাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, সাবেক চেয়ারম্যান জুলফিকার আলী, ফাস্ট সিকিউরিটি ব্যাংকের ম্যানেজার আব্দুর রউফ, কলারোয়া রপরি্োটাস ক্লাবরে সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী, কলারোয়া প্রসে ক্লাবরে সাবকে সাধারণ সম্পাদক মাস্টার জুলফকিারুজ্জামান জল্লিু, প্রধান শক্ষিক সাংবাদকি রাশদেুল হাসান কামরুল, গোলাম রসুল, ইউপি চয়োরম্যান এসএম মনরিুল ইসলাম, চয়োরম্যান মনরিুল ইসলাম মন,ি সাবকে ইউপি চয়োরম্যান জুলফকিার আলী। এসময় অন্যন্যদেরে মধ্যে ইউপস্থিত ছলিনে-ইউপি সদস্য কামরুজ্জামান, আবু তাহরে শাহদিা খাতুন, ওর্য়াড আ.লীগরে ভাপতি রজোউল ইসলাম, আ.লীগনতো শামসুর রহমান, কবরিুল ইসলাম,শক্ষিক শফউিদ্দীন ফারুকী, আবুল কালাম আজাদ, বলিকসি রহেনো, রবউিল ইসলাম, তজবিুর রহমান, সুষমতিা ঘোষ, আব্দুল গফুর, জাহাঙ্গীর আলম, শফোলী খাতুন, কামরুজ্জামান, হাসানুজ্জামান, শামমিুজ্জামান, কামরুজ্জামান ,লাঙ্গলঝাড়া মাদ্রাসার সুপার আবুল খায়ের, শামসু খা, আব্দুল বারীক, কাদের মল্লিক, মন্টু ভাইসহ বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা, কর্মচারী, অবিভাবক এবং বিদায়ী ছাত্র/ ছাত্রীবৃন্দ প্রমুখ। বিদায় অনুষ্ঠান শেষে বিদায়ী ৪৫জন ছাত্র/ছাত্রীকে এসএসসি পরীক্ষার সার্টিফিকেট, একটি কলম ও স্কেল হাতে তুলে দেয়া হয়। এছাড়া বিদায় অনুষ্ঠানে সকলের জন্য মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাতের পর তাবারক বিতরণ করা হয়।