ফিচার

পুলিশকে কেউ অপব্যবহার করতে পারবে না -সাতক্ষীরায় ড. কামাল হোসেন

By Daily Satkhira

January 28, 2018

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সংবিধান প্রণেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেনে, অবাধ, নিরপেক্ষ সুকু নির্বাচন করতে নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে পরিচালনা করতে হবে। তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন, পুলিশকে কেউ অপব্যাবহার করতে পারবে না। কোন দলের বাহিনী হিসেবে কাজ করবেন না। বাংলাদেশের পুলিশের মাথায় শাপলা রয়েছে। এই শাপলা হচ্ছে জাতীয় প্রতীক। এটা অর্জন করতে কোটি কোটি মানুষ জীবন দিয়েছে। ওই প্রতীকের সম্মান রক্ষা করতে হবে। কোন দলের বাহিনী হিসেবে কাজ করবেন না। কোন প্রার্থী কোটি টাকা দিলেও আপনারা বিক্রি হবেন না। ড. কামাল হোসেন বঙ্গবন্ধুর কথা স্মরণ করে আরও বলেন, বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে গণফোরাম কাজ করে যাচ্ছে। তিনি শনিবার বিকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে জেলা গণফোরামের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সাতক্ষীরা জেলা গণফোরামের সভাপতি প্রভাষক মামুনুর রশিদের সভাপতিত্বে উক্ত প্রতিনিধি সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গণফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা মহাসিন মন্টু, নির্বাহী সভাপতি এড. সুব্রত চৌধুরী, সহ-সভাপতি এড. আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মোস্তফা আহমেদ, জেলা কমিটির সাধারণ সম্পাদক আলীনুর খান বাবলু প্রমুখ।