সাতক্ষীরা

শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তাই শিক্ষার্থীরা বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে — আসাদুজ্জামান বাবু

By daily satkhira

January 28, 2018

নিজস্ব প্রতিবেদক : ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ, শিক্ষিত নারী শিক্ষিত জাতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং অন্তঃ কক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলেজের হলরুমে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। এসময় তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তাই শিক্ষার্থীরা বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে। শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের পাশা পাশি সামাজিক শিক্ষা গ্রহণ করতে হবে এবং শিক্ষক ও গুণীজনদের সম্মান দিতে হবে। তাহলে একটি সুন্দর সমাজ ও জাতি গঠন করা সম্ভব হবে। বই আমাদের বন্ধুর মত। শিক্ষার্থীদেরকে বেশি বেশি বই পড়তে হবে। লেখা পড়ার পাশা পাশি ক্রীড়া ও সংস্কৃতির চর্চা করতে হবে।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইয়াহিয়া মোল্যা, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের শিক্ষক পর্ষদ সম্পাদক ও সহযোগি অধ্যাপক মো. শফিকুর রহমান, বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কমিটির আহবায়ক সহকারি অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, বার্ষিক অন্তঃ কক্ষ ক্রীড়া কমিটির আহবায়ক সহকারি অধ্যাপক আয়শা সিদ্দিকা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক সৌরভ রায়।