শিক্ষা

ফেসবুক বন্ধের কথা বলিনি: সংসদে শিক্ষামন্ত্রী

By Daily Satkhira

January 28, 2018

পরীক্ষার সময় ফেসবুক বন্ধের কথা বলেননি বলে জাতীয় সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘আমি এ কথা কখনোই বলিনি যে আমরা ফেসবুক বন্ধ করে দেবো। সেই ক্ষমতাও আমার নেই। আমরা এ বিষয়ে বিটিআরসির সঙ্গে আলাপ করব, তারা কোনও সহযোগিতা করতে পারেন কিনা। একটি সীমাবদ্ধ সময়ের জন্য বন্ধ (ফেসবুক) রাখতে পারেন কিনা, সেটা বলব। আমরা বন্ধ (ফেসবুক) করে ফেলব, এটা বলতে পারি না।’ রবিবার (২৮ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে আলাপের প্রসঙ্গ টেনে মন্ত্রী আরও বলেন, ‘আমরা বিটিআরসির সঙ্গে আলাপ করেছি। তারা সহযোগিতা করবে। বন্ধ না করেও তারা অন্য পদ্ধতিতে কাজ করতে পারে। তারা বলেছে, বিভিন্ন পদ্ধতিতে এগুলো (ফাঁস হওয়া প্রশ্ন) আসে। এ ক্ষেত্রে তারা কী করতে পারবেন, তারা ভেবে দেখবেন। পরীক্ষার সময় তারা লোক নিয়োগ করে রাখবেন। এ ধরনের কিছু হলে তারা সঙ্গে সঙ্গে জানাবেন। পুলিশ যেন ব্যবস্থা নিতে পারে, সেই ব্যবস্থা তারা করবেন। জনগণের কোনও ব্যাঘাত সৃষ্টি হয়, এমন কিছু আমরা অবশ্যই বলিনি। অপরাধীদের কী করে বিরত রাখা যায়, সেই উদ্দেশ্যে বলেছি।’ এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘প্রশ্নপত্র আগে বিজি প্রেস থেকে ফাঁস হয়ে যেত। আমরা বিভিন্ন ব্যবস্থা নেওয়ার পরে এখন তা হয় না। দেড় মাস ধরে এসএসসি পরীক্ষা, আর আড়াই মাস ধরে এইচএসসি পরীক্ষা চলে। এই দীর্ঘদিন প্রশ্ন পাহারা দিয়ে রাখাটা কঠিন কাজ।’ মন্ত্রী বলেন, ‘আমরা প্রশ্নপত্র যখন স্কুলে পৌঁছাই, কিছু শিক্ষক প্রশ্ন বিলির আগেই প্রশ্ন খুলে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম বা আধুনিক মোবাইলের মাধ্যমে বিভিন্ন জনের কাছে পাঠিয়ে দেন। এ কারণে আমরা বলেছি, এই পথটা আমাদের বন্ধ করতে হবে। আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। বিটিআরসি বিবেচনা করবেন, সীমাবদ্ধ সময়ের জন্য কিছু করা যায় কিনা। যেহেতু এই মাধ্যমগুলো অপরাধীরা কাজে লাগায়, সে কারণে এ ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।’ উল্লেখ্য, গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বছর এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষা চলাকালীন সারাদেশে ফেসবুক বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘শুধু এসএসসি নয়, এই অভিজ্ঞাতার আলোকে এইচএসসি পরীক্ষাতেও একই ব্যবস্থা নেওয়া হবে।’ এছাড়া প্রশ্নপত্র ফাঁস হয়— এমন সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ রাখা হবে বলে জানান তিনি।