জাতীয়

দ্বিতীয় স্প্যান বসানোর পরে পদ্মা সেতুর ৩০০ মিটার দৃশ্যমান

By Daily Satkhira

January 28, 2018

পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান ৭বি (সুপার স্ট্রাকচার) ৩৮ ও ৩৯ নং পিলারের উপর বসানো হয়েছে। দ্বিতীয় স্প্যানটি বসানোর মাধ্যমে সেতুটির ৩০০ মিটার দৃশ্যমান হলো।

পদ্মা সেতুর প্রকৌশলীরা জানান, রোববার সকালে স্প্যানটি সেতুর ৩৫ নং পিলার এলাকা থেকে ক্রেনে করে নিয়ে আসা হয় ৩৮ ও ৩৯ নং পিলার এলাকায়। পরে সকাল ১০ টায় বসানো হয় স্প্যানটি।

রোববার সকাল থেকেই স্প্যান বসানোর কার্যক্রম শুরু করে সকাল ১০ টার দিকে ১৫০ মিটার দীর্ঘ ও ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি পিলার দুইটির লিফটিং ফ্রেমে ও বেয়ারিংয়ের উপর বাসানো হয়।

শনিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেও কুয়াশা ও আলো স্বল্পতার কারণে দ্বিতীয় স্প্যানটি বসানো যায়নি। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২ পিলারের ওপর বসবে মোট ৪১টি স্প্যান। পদ্মা বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো এবং সেতুর মোট পিলারের সংখ্যা ৪২টি।