প্রেস বিজ্ঞপ্তি : শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের এক দফা দাবিতে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বাশিপ এর সভাপতি প্রভাষক এম সুশান্ত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাশিপের সহ-সভাপতি লায়লা পারভীন সেঁজুতি, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মীম সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক প্রভাষক ফিরোজ কবির মিলন, জেলা সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ আকবর হোসেন, সহকারী অধ্যাপক মন্ময় মনির, আশাশুনি উপজেলা সভাপতি প্রভাষক মাহবুবুল হক ডাবলু, কলারোয়া উপজেলা সাধারণ সম্পাদক প্রদীপ পাল, দেবহাটা উপজেলা সভাপতি সহঃ অধ্যাপক আব্দুল আজিজ। এছাড়াও জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকমন্ডলী অংশ গ্রহন করেন। মানববন্ধনে বক্তারা বর্তমান সরকারের শিক্ষাসহ সকল ক্ষেত্রে বিভিন্ন ভুমিকা ও অভুতপুর্ব উন্নয়নের প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। জাতীয়করণের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্নভাবে মানববন্ধন ও অন্যান্য কর্মসূচি চালিয়ে যাবেন বলে বক্তারা উল্লেখ করেন। পাশাপাশি সরকারের কাছে জাতীয়করণের আবশ্যিকতা তুলে ধরে এবং সেই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় পথ নির্দেশনায় স্বাশিপের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ খুবই আন্তরিকতা ও বিচক্ষনতার সাথে কাজ করে যাচ্ছে বলে নেতৃবৃন্দ জানান। সে লক্ষে জেলার সকল শিক্ষক কর্মচারীদের স্বাধীনতা শিক্ষক পরিষদের সকল কর্মসূচিতে অংশ গ্রহনের আহবান জানান। মানবন্ধন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক মহোদয় স্মারকলিপিটি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর পাঠিয়ে দেবেন বলে আশ্বাস প্রদান করেন।