শ্যামনরগর ব্যুরো : ভলান্টিয়ার্স এসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব-বাংলাদেশ) এর ভাব মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন প্রকল্পের আয়োজনে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ১২ টায় শ্যামনগর উপজেলার কাঁঠালবাড়ীয়া এ,জি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন কাঁঠাল বাড়ীয়া এ,জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার দেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাব-বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এম এ আলিম খান, সুজনের সাধারণ সম্পাদক ঈশ্বরীপুর এ সোহবান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন উদ্দীন। বক্তব্য রাখেন জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, হেঞ্চী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুল আলম, চিংড়ীখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস। এসময় ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কাঁঠাল বাড়ীয়া এ,জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক ও সাংবাদিক রনজিৎ কুমার বর্মন।