আন্তর্জাতিক

মাংস বিক্রি নিষিদ্ধ করায় বয়স্ক গরু নিয়ে বিপাকে ভারত

By Daily Satkhira

January 29, 2018

ভারতে মোদি সরকারের ক্ষমতায় গরুর মাংস বিক্রি ও জবাই নিষিদ্ধ করায় বয়স্ক ও দুধ দেয়ার ক্ষমতা শেষ হয়ে যাওয়া গরু নিয়ে বিপাকে পড়েছেন ভারতের খামারিরা। এতে করে কৃষক ও গরুর খামারিরা তাদের পশু বিক্রি করতে না পেরে আর্থিক লোকসানে পড়ছেন। বয়স্ক গরু বিক্রি না করতে পেরে তারা নতুন গাভিও কিনতে পারছেন না। দেশটিতে রক্ষণশীল মনোভাবের কারণে খামারিরা এ সমস্যায় পড়েছেন।

ভারতসহ উপমহাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা গরুকে দেবতা মনে করে। তাদের বিশ্বাস গরু হত্যা মহাপাপ। ২০১৪ সালে বিজেপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর গরু হত্যা বন্ধ নিয়ে কাজ করা কট্টরবাদী সংগঠনগুলো অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। এর প্রভাব পড়েছে দেশটির গরুর খামারি, মাংস ও চামড়া ব্যবসায়ীদের ওপর। ভারতের মোট ২৯টি রাজ্যের মধ্যে ২২টিতেই গবাদি পশুর মাংস বিক্রি নিষিদ্ধ। আইনে থাকলেও নিষেধাজ্ঞা এতোকাল কার্যকর ছিল না, তবে ২০১৪ সালে হিন্দু মৌলবাদী দল বিজেপি আবার ক্ষমতায় আসার পর থেকে পরিস্থিতি বদলাতে থাকে। কিছু কিছু রাজ্যে নিষেধাজ্ঞা কড়াকড়িভাবে কার্যকর করা শুরু হলে বিশৃঙ্খলা দেখা দেয়।