সাতক্ষীরা

সাতক্ষীরায় সাধারণ ভ্যান রিক্সা চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ

By Daily Satkhira

January 30, 2018

নিজস্ব প্রতিবেদক: সাধারণ ভ্যান রিক্সা চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে সাতক্ষীরা জেলা রিকসা ভ্যান শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটির বিরুদ্ধে। এসব চাঁদা আদায়ের ক্ষেত্রে গঠনতন্ত্রের কোন তোয়াক্কা করছেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক অনেক সদস্য। এছাড়াও আদায়কৃত অর্থ ফান্ডে জমা না দিয়ে আত্মসাথের অভিযোগ তো রয়েছেই। এঘটনায় সাধারণ চালকরা বিভিন্ন দপ্তরে ধর্না দিয়েও কোন ফল পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। জানাগেছে, সাতক্ষীরা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্রে সদস্যরা প্রতি মাসে ৫ টাকা হারে চাঁদা এবং সদস্য ভর্তির ক্ষেত্রে ১০ টাকার গ্রহণের কথা উল্লেখ রয়েছে। কিন্তু বর্তমান কমিটির সভাপতি জহুর আলী সাধারণ সম্পাদক মিলন বাংলাদেশ শ্রম পরিচালক ও রেজিস্ট্রার্ড অব ট্রেড ইউনিয়ন অনুমিত না নিয়ে নিয়ম বর্হিভূতভাবে সদস্যদের মাসিক চাঁদা ৫ টাকার পরিবর্তে ১০ টাকা, সদস্য ভর্তির ক্ষেত্রে ১০ টাকার পরিবর্তে ১৬০ টাকা এবং বিশেষ চেকিং এর জন্য ২০ টাকা ধার্য করে জোরপূর্বক সাধারণ চালকদের কাছ আদায় করছেন। এ পর্যন্ত ১০ হাজার স্লিপ কর্তন করেছেন তারা। কিন্তু উক্ত টাকা সমিতির ফান্ডে জমা না দিয়ে তারা নিজেরা ভাগ বাটোয়ারা করেছেন। নগরঘাটা গ্রামের আক্তারুল জানান, সারাদিন ভ্যান চালিয়ে ২৫০ টাকা আয় করেছি। কিন্তু পথিমধ্যে জেলা রিক্সা/ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আমাকে আটক করে জোর করে মাসিক চাঁদা হিসাবে ১৫০ টাকা ছিনিয়ে নিয়েছে। জানি না আজ কিভাবে সংসার খরচ দেবো। একই কথা বললেন আগরদাঁড়ী এলাকার অলোক পাল, রহিম, আবুল হোসেন। তাদের কাছ থেকে বিভিন্ন ফান্ড দেখিয়ে ভ্যান আটক করে জোরপূর্বক টাকা আদায় করেছে সমিতির বর্তমান নেতৃবৃন্দ। অবিলম্বে সাতক্ষীরা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছেন সাধারণ ভ্যান ও রিক্সা চালকরা।