আশাশুনি ব্যুরো: আশাশুনিতে উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। উপজেলা পরিষদের ১নং সংরক্ষিত মহিলা সদস্য পদে হেনা গাজী নির্বাচিত হয়েছেন। উপজেলার বাকি ৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উপজেলা পরিষদ হল রুমে সোমবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ১ নং সংরক্ষিত মহিলা সদস্য পদে বিরতিহীনভাবে নির্বাচনে মোট ৩৩ জন মহিলা মেম্বর ভোটারের মধ্যে ৩২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৩২ ভোটের মধ্যে হেনা গাজী ’মোরগ’ প্রতিক নিয়ে ২৯ ভোট পেয়ে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাফিজা খাতুন ’হরিণ’ প্রতিক নিয়ে পেয়েছেন মাত্র ৩ ভোট। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকি বিল্লাহ। নির্ধারিত ৪টি আসনের মধ্যে শুধুমাত্র ১ নং আসনে কুল্যার ইউনিয়নের মহিলা মেম্বর হেনা গাজী ও বুধহাটা ইউনিয়নের ইউপি সদস্য রাফিজা খাতুন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। উল্লেখ্য: উপজেলার ৪ টি সংরক্ষিত আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে ৩ নং আসনে বড়দলের মোছাঃ লাহুমা খাতুন ও ৪ নং আসনে আনুলিয়ার আকলিমা থাতুন জমা দেয়। এছাড়া ২ নং আসনে আশাশুনি সদরের শ্রীকলস গ্রামের বর্তমান মহিলা মেম্বর রোজিনা পারভীন ময়নার প্রতিদ্বন্দ্বী শোভনালী ইউনিয়নের নুরনাহার পারভীন মনোনয়ন জমা দিলে প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেয়ায় পরবর্তীতে মনোনয়ন বাতিল বলে ঘোষণা করা হয়। ২ নং আসনে রোজিনা পারভীন ময়না, ৩ নং আসনে লাহুমা খাতুন ও ৪ নং আসনে আকলিমা খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।