সাতক্ষীরা

জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

By daily satkhira

November 03, 2016

নিজস্ব প্রতিবেদক: ৩ নভেম্বর সাতক্ষীরায় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় মুক্তিযোদ্ধা সংসদ ভবনে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতা জেলা স্মৃতি সংসদের আয়োজনে এ দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সৈয়দ জয়নুল আবেদিন জসি। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মুখার্জী, সংগঠনের সাধারণ সম্পাদক ডা: মুনসুর আহমেদ, সহ-সভাপতি শেখ আলমগীর হোসেন আলম, উপস্থিত ছিলেন, শেখ জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক সৈয়দ সাহিদ হাসান রেবু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জি এম নূরুল হক প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর চার নেতাকে সরকারে যোগ দেয়ার প্রস্তাব দেয় সে সময়ের ক্ষমতা দখলকারী মুশতাক আহমেদ। কিন্তু চারজন সে প্রস্তাব প্রত্যাখ্যান করার পর তাদেরকে আটক করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি করা হয়। ওই ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী ও মোহাম্মদ কামারুজ্জামানকে হত্যা করে সেনাবাহিনীর বিপথগামী কয়েকজন সদস্য। কিন্তু যে উদ্দেশ্যে তারা নেতাদের হত্যা করেছিল। তাদের সে উদ্দেশ্যে সফল হয়নি। আর তা কখনো হবে না। পরে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।