তালা

তালায় মাদক বিরোধী ফুবল টুর্নামেন্টে হাজরাকাঠি চ্যাম্পিয়ন

By Daily Satkhira

January 30, 2018

তালা প্রতিনিধি: তালায় মাদক বিরোধী ৮দলীয় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খলিশখালী পল্লী মঙ্গল ক্লাবকে ট্রাইব্রেকারের মাধ্যমে ৪-৩ গোলের ব্যবধানে পরাজিত করে হাজরাকাঠি আদর্শ যুব সংঘ চ্যম্পিয়ন হয়েছে। পিকেএসএফ এবং সাস’র উদ্যোগে, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি প্রকল্প’র আওতায় শনিবার বিকালে তালার চরগ্রাম কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় মাঠে উক্ত ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আক্রমন-পাল্টা আক্রমন’র মধ্য দিয়ে অনুষ্ঠিত খেলায় উভয় দল ১-১ গোল করলে ট্রাইব্রেকারের মাধ্যমে খেলাটি নিস্পত্তি হয়। ট্রাইব্রেকারে খলিশখালী পল্লী মঙ্গল ক্লাবকে ৪-৩ গোল ব্যবধানে হাজরাকাঠি আদর্শ যুব সংঘ পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলাটি পরিচালনা করেন, রেফারী বিনয় সরকার। তার সহকারী ছিলেন, নাজমুল বারী ও বিল্লাল হোসেন। খেলা শেষে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সাস’র নির্বাহী পরিচালক শেখ ইমান আলী’ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলেদেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো. আব্দুর রহমান, পিকেএসএফ এর প্রতিনিধি সুমন চৌধুরী ও উন্নয়ন প্রচেষ্টা পরিচালক শেখ ইয়াকুব আলী। সাস কর্মকর্তা মো. শাহ আলম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গনেশ দেবনাথ, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খলিশখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজাফ্ফর রহমান, সরুলীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, তালা প্রেস ক্লাব সভাপতি প্রণব ঘোষ বাবলু, আওয়ামীলীগ নেতা পি.এম. গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগ সভাপতি সরদার মশিয়ার রহমান, সাস’র সহকারী পরিচালক এ.কে.এম গোলাম ফারুক, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সাস কর্মকর্তা রুহুল আমীন, আব্দুস সালাম, গাজী শামীম হোসেন মিঠু, তালা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক বি.এম. জুলফিকার রায়হান, ইউপি সদস্য তবিবুর রহমান ও স্বেচ্ছাসেবক রাজিবুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি- পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলাটি সহ¯্রাধিক ক্রীড়া প্রেমি দর্শক উপভোগ করেন। উল্লেখ্য, মাদক মুক্ত সমাজ গঠনের জন্য সাস ও পিকেএসএফ তালা উপজেলার ৮টি ক্লাব এর সমন্বয়ে আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।