শিক্ষা

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ

By daily satkhira

January 30, 2018

নিজস্ব প্রতিবেদক : ‘হে নূতন, দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদঘাটন, সুর্যের মতন। রিক্ততার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন ও এসো এসো আমার ঘরে এসো আমার–ঘরে’ এই দু’টি গানের সুরে ও নৃত্যে এবং পুস্প-বৃষ্টির মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুন এর সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এসময় তিনি বলেন, ‘এ জেলার বিদ্যালয় গুলির মধ্যে এ বিদ্যালয়ের পিএসসি, জেএসসি ও এস.এস.সি’র ফলাফল জেলার সেরা। তাই নবীন শিক্ষার্থীদেরকে এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে হবে। নবীন শিক্ষার্থীদের লেখা-পড়াসহ সকল বিষয়ে পারদর্শী হয়ে এবং সুনাগরিক হয়ে গড়ে উঠতে হবে। এসময় তিনি অভিভাবকদের বসার জন্য সেড নির্মাণের আশাবাদ ব্যক্ত করেন।’ এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সামিমা ইসমত আরা, উম্মে হাবিবা, সিনিয়র সহকারি শিক্ষক মো. আনিছুর রহমান, সহকারি শিক্ষক সোহেলী সুলতানা, রিণা রাণী নন্দী, মো. আবু সাঈদ, মো. আবুল খায়ের, মোস্তফা মনিরুজ্জামান, খোরশেদ আলম, মো. হাবিবুল্লাহ, মো. আবু সাইদ, মো. আলাউদ্দীন, মো. রবিউল ইসলাম, মোস্তফা মনিরুজ্জামান, মো. আসাদুজ্জামান, পলাশ কুমার, ও মো. মমতাজ হোসেন প্রমুখ। এসময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় এক ঝাঁক ফুলের মত কোমলমতি শিক্ষার্থী ৩য় শ্রেণি ও ৬ষ্ঠ শ্রেণির ২৬৪ জন নবীন শিক্ষার্থীকে ফুল ও কাপ পরিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মো. আনিছুর রহমান ও শিক্ষার্থী উপমা আহমেদ নাবিলা।