সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা পরিষদের মাহাবুবর রহমানকে স্থায়ীকরণ ও প্রধান নির্বাহীকে বদলী

By daily satkhira

January 30, 2018

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা পরিষদের বহুল আলোচিত প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহাবুবর রহমানকে স্থায়ীকরণ ও প্রধান নির্বাহীকে খুলনায় বদলী করা হয়েছে। স্থানীয় সরকার সমবায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচীব আঞ্জুমানারা খাতুন স্বাক্ষরিত সোমবার এ সংক্রান্ত এক আদেশ সাতক্ষীরা জেলা পরিষদে এসে পৌঁছায়। সাতক্ষীরা জেলা পরিষদ সূত্রে জানা গেছে ১৯৯০ সালের ২৯ এপ্রিল মাহাববুর রহমান ষাটলিপিকার হিসেবে সাতক্ষীরা জেলা পরিষদে যোগদান করেন। ২০০১ সালে তিনি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পদোন্নতি পান। এর পর তাকে পঞ্চগড়, জামালপুর ও বগুড়ায় জায়গায় বদলী করা হলে তিনি ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে তিনটি রিট পিটিশন দাখিল করেন। পরবতীতে ওই তিনটি রিট পিটিশন খারিজ হয়ে গেলে মাহাবুবর রহমান ওই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করলে সম্প্রতি তা খারিজ হয়ে যায়। এ খবর জানার পর মাহাবুবর রহমান জেলা পরিষদের কয়েকজন সদস্যকে দিয়ে তার পক্ষে সুপারিশ করিয়ে সাতক্ষীরা অফিসে থাকার জন্য মন্ত্রণালয়ে আবেদন করেন। গত সোমবার তা অনুমোদন দেওয়া হয়। একইসাথে প্রধান নির্বাহী এএনএম মঈনুল ইসলামকে খুলনা অফিসে বদলী করা হয়। জেলা পরিষদ সদস্য অ্যাড. শাহানাজ পারভিন মিলি বিষয়টি নিশ্চিত করেছেন। জানতে চাইলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আইনজীবী অ্যাড. আশরাফুল আলম জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মাহাবুবর রহমানের বদলী সংক্রান্ত হাইকোর্টের খারিজ আদেশ বহাল রেখে রায় ঘোষণা করেছে। এ সংক্রান্ত আদেশ এখনো মন্ত্রণালয় পায়নি। পাওয়ার পর তাকে যে কোন সময় বদলী হতে হবে বলে তিনি মনে করেন।