ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন সম্প্রতি এক অভিনব ঘোষণা দিয়ে চমকে দেন রাজধানীর বাসিন্দাদের। যা নজর কেড়েছে বিশ্ব গণমাধ্যমকেও। ফ্রান্সের এএফপি থেকে ইন্দোনেশিয়ার জাকার্তা পোস্টসহ বহু গণমাধ্যম ‘ঢাকায় রাগ কমানোর পার্ক’ এর খবর প্রকাশ করেছে। সম্প্রতি মেয়র সাঈদ খোকন ওসমানী উদ্যানের ২৯ একর জায়গায় ‘গোস্বা নিবারণী পার্ক’ নির্মাণের ঘোষণা দেন। যাতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫৮ কোটি টাকা।
বিশ্বে রাগ কমানোর জন্য নানা উপায় আছে। পার্কও আছে নানা দেশে। তবে বাংলাদেশের প্রেক্ষিতে এমন উদ্যোগ এটিই প্রথম। যেজন্যই এটি নিয়ে দেশের পাশাপাশি দেশের বাইরেও সাড়া জাগিয়েছে। পার্ক স্থাপনের সিদ্ধান্তকে বেশিরভাগ মানুষই ইতিবাচকভাবে নিয়েছেন। তবে কেউ কেউ ভিন্ন মত প্রকাশ করেছেন। যেমন জাকার্তা পোস্ট লিখেছেন, পার্ক স্থাপনের খবর প্রকাশের পর এটি ‘মাদকসেবী ও নানা অপরাধের স্থান হয়ে উঠতে পারে’ বলে কেউ কেউ শঙ্কা প্রকাশ করেছেন।
তবে এসব শঙ্কাকে এক পাশে রেখে রাজধানীর বাসিন্দাদের মনে প্রশান্তি এনে দেয়ার অভিনব পন্থা হিসেবে এটি সমাদৃত হচ্ছে। সাঈদ খোকনের উদ্ধৃতি দিয়ে এএফপি লিখেছে, নগর জীবন মানুষের মনে তীব্র চাপ সৃষ্টি করে। নানা কারণে নগরবাসী সহজেই উদ্বিগ্ন হয়ে পড়ে। নদীর পাড়ের এ পার্ক তাদের প্রশান্তি এনে দেবে।
শুধু জাকার্তা পোস্ট, কিংবা এএফপি নয়, এ পার্ক নিয়ে খবর ছেপেছে সিটিভি, দ্য নিউজ ইন্টারন্যাশনাল গ্লোবাল নিউজ, পলিটিক্স, ফিলিপাইন নিউজ নাউসহ অনেক সংবাদমাধ্যম। ৯ থেকে ১০ মাসের মধ্যে পার্কটির নির্মাণকাজ শেষে হবে বলে জানিয়েছেন মেয়র। তবে এএফপি জানিয়েছে, পার্কের পুরো কাজ শেষ হতে ১২-১৪ মাস লাগতে পারে।
‘গোস্বা নিবারণী পার্ক’ এর চারদিক খোলা থাকবে। পার্কে জলের আধার, মিউজিক সিস্টেম, বসার জন্য আলাদা জোন, শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা, পুরোনো দিনের গান শোনার ব্যবস্থা, বড় স্ক্রিনে টিভি দেখার সুবিধা থাকবে।