ফিচার

লক্ষ্য ঠিক থাকলে সঠিক স্থানে পৌছানো সম্ভব -পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান

By Daily Satkhira

January 30, 2018

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনা হক। প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাজ্জাদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক, সার্কেল এসপি মেরিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন পুলিশ লাইনের আরআই তাহাজ্জত হোসেন, সহকারী প্রধান শিক্ষক রাশিদ হাসান খান চৌধুরী, শিক্ষক মোঃ আঃ রাজ্জাক, মনোরঞ্জন কুমার মন্ডল, অরুন কুমার ঘোষ, মীর রফিউল ইসলাম প্রমুখ। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফারজানা তৈয়বা ও শেখ মোস্তাহিদ আহমেদ। শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন বিদায়ী শিক্ষার্থী জ্যোতি সরকার। এ বছর অত্র বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় মোট ৭৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এসময় প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের হাতে পরীক্ষার প্রয়োজনীয় উপকরণ তুলে দেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভাল পড়াশুনা করলে ভালো ফলাফল করা সম্ভব হবে। এজন্য পড়ার বিকল্প কিছু নেই। লক্ষ্য ঠিক থাকলে সঠিক স্থানে পৌছানো সম্ভব। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ১০ম শ্রেণির ছাত্রী বুশরা মঞ্জুর।