দেবহাটা

দেবহাটায় রুপসী ম্যানগ্রোভের রাস্তার উদ্বোধন

By Daily Satkhira

January 30, 2018

দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলার ইছামতি নদীর পাশে গড়ে তোলা মানুষের চিত্ত বিনোদনের স্থান রুপসী ম্যানগ্রোভের রাস্তার উদ্বোধন করলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি ও দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। মঙ্গলবার দুপুর ১ টায় এই রাস্তা উদ্বোধন করা হয়। উপজেলা প্রকল্প অফিসের বাস্তবায়নে প্রায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে রুপসী ম্যানগ্রোভের যাওয়ার জন্য ২ কিঃমিঃ এইচবিবি এই রাস্তাটি বাস্তবায়ন করা হচ্ছে। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ জানান, দেবহাটা উপজেলার পরিষদের বাস্তবায়নে উপজেলার একমাত্র চিত্ত বিনোদনের স্থান রুপসী ম্যানগ্রোভটিকে আরো বিনোদনমূলক করার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন করা হচ্ছে। কিন্তু রুপসী ম্যানগ্রোভে যাওয়ার জন্য রাস্তা না থাকায় সাধারন মানুষের যাওয়া আসার খুবই সমস্যার সৃষ্টি হয়। সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই রাস্তাটি করা হচ্ছে। তিনি জানান, অতি দ্রুত প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে একটি পিচ রাস্তা করা হবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহরিয়ার মাহমুদ রঞ্জু, দেবহাটা সদর ইউপি চেয়াম্যান আবু বকর গাজী, প্রকল্প অফিসের বাবলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।