সাতক্ষীরা

জাতীয় ৪ নেতাকে হত্যা করে বাংলাদেশকে মেধা শুন্য করতে চেয়েছিল—এমপি রবি

By daily satkhira

November 03, 2016

নিজস্ব প্রতিবেদক : ভোমরায় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোমরা স্থল বন্দর এলাকায় বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক ফেডারেশন ভোমরা স্থল বন্দর শাখার আয়োজনে বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক ফেডারেশন ভোমরা স্থল বন্দর শাখার সভাপতি মীর মহিতুল আলম (মহি’র) সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় সাংসদ রবি তার বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের ১৫-ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় জাতীয় ৪ নেতাকে জেল খানায় হত্যা। ১৫-ই আগস্টের হত্যাকান্ডের পর ৩ মাসের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এ.এইচ.এম কামরুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যান্তরে নির্মমভাবে হত্যা করে। স্বাধীনতা বিরোধীরা চেয়েছিল বাংলাদেশকে মেধা শুন্য করতে। এই জাতীয় চার নেতাকে হত্যা করে বাংলাদেশকে ১শ’ বছর পিছিয়ে দেওয়া হয়েছে। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, মো. মিজানুর রহমান, আজিবুর রহমান আলিম, মোনাজাত আলী, ইউপি সদস্য আঃ গনি প্রমুখ।