নুরনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলার নুরনগর ১৭নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সর্ম্পন্ন হয়েছে। অত্র বিদ্যালয়ে ৩০শে জানুয়ারি স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে যথাযথ নির্বাচন আইন মেনে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মোট ১৩জন শিক্ষার্থী প্রার্থীর তালিকায় নাম লিখিয়েছিল। ৩য় শ্রেণি থেকে তিয়াশা দেবনাথ, রিয়াজ হোসেন, অতনু হালদার, নাজমুস সাকিব ও সানজিদা আক্তার, ৪র্থ শ্রেণি থেকে সিথি কর্মকার, সুরঞ্জনা জয়া ও সাদিয়া পারভীন, ৫ম শ্রেণি থেকে মারুফ বাদশা, আশফিক, রাকিব আহমেদ, ইলিয়াস ও তনুশ্রী। এর মধ্যে ৫ম শ্রেণি থেকে মারুফ বাদশা ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে এবং রাকিব হোসেন ৯৬ ভোট ও তনুশ্রী ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। ৪র্থ শ্রেণি থেকে সিথি কর্মকার ১০০ ভোট এবং সুরঞ্জনা জয়া ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। ৩য় শ্রেণি থেকে নাজমুস সাকিব ৯৮ ভোট পেয়ে এবং তিয়াশা দেবনাথ ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। মোট ভোটারের সংখ্যা ১৮১ জন ভোট পোল হয়েছে ১৫২জন। উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন শিহাব শাহীন ৫ম শ্রেণি,প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন ইছমি নিশাত ৫ম শ্রেণি, সহ- প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন সাবিকা নারজিস,ঐশ্বয্য রক্ষিত,দীপা সাহা। পর্যবেক্ষক হিসেবে ছিলেন মোহিনী সাহা ও কাজী আতিক হাসান। সুন্দর মোনরম পরিবেশে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ ম জাহাঙ্গীর ফারুক।