শ্যামনগর

আতরজান মহিলা কলেজ জারীগান প্রতিযোগিতায় খুলনা বিভাগে প্রথম

By Daily Satkhira

January 31, 2018

শ্যামনগর ব্যুরো: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষ্যে খুলনা বিভাগীয় জারীগান প্রতিযোগিতায় শ্যামনগর আতরজান মহিলা মহা বিদ্যালয় প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে। গত ২৯ জানুয়ারী সোমবার খুলনা মন্নুজান স্কুলে খুলনা বিভাগের ১০টি জেলা হতে জারীগান প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে। সকাল ৯টা হইতে বিকাল ৪টা পর্যন্ত জারী প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয় প্রথম স্থান অধিকার করে। ইতিপূর্বে আতরজান মহিলা মহাবিদ্যালয় জারীদল উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে বলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমির হোসেন জানান। আতরজান মহিলা মহাবিদ্যালয়ের অংশগ্রহন করা জারীদলের ছাত্রীরা হলো- বিথিকা রানী, অনন্যা মন্ডল, জারিন আতকিয়া, প্রিয়াংকা মন্ডল ও সামিয়া হোসেন। প্রথম স্থান অধিকার করায় শ্যামনগরের সর্বস্তরের মানুষ জারীদল কে অভিনন্দন জানায়। উল্লেখ্য, প্রথম স্থান অধিকার করার আনন্দে কলেজের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রীরা গোপলগঞ্জ টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন।